ভিনদেশি ফল আঙুর। আঙুরে সাত শতাংশ কার্বোহাইড্রেট আর ৯২ শতাংশই জলীয় অংশ রয়েছে। এর মধ্যে প্রচুর ভিটামিন ও মিনারেল আছে। এতে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন সি। বছরজুড়ে এই ভিনদেশি ফলটির কদর থাকে। ভিনদেশি এই ফলের চাষ হচ্ছে দেশেও। বাণিজ্যিকভাবে আঙুর চাষে সফল হয়েছেন চাঁদপুরের উদ্যোক্তা কামরুজ্জামান প্রধানিয়া। তার সংগ্রহে ১৮ দেশের ৮৫টি জাতের আঙুর গাছ রয়েছে। চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর-মতলব পেন্নাই সড়কের কালিভাংতি এলাকায় প্রধানিয়া এগ্রোতে তিনি আঙুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। জানা যায়, ফলন হয়েছে দারুণ। বাগান থেকে ৫০ কেজি আঙুর বিক্রিও করেছেন তিনি। গণমাধ্যমকে দেওয়া কামরুজ্জামানের সাক্ষাৎকার থেকে জানা যায়, তিনি ২০১৯ সাল থেকে আঙুর নিয়ে কাজ করছেন। ২০২২-২৩ সালে বেশির ভাগ বিদেশি জাতের আঙুর সংগ্রহ করেন। ২০২৪ সালে তার ছাদবাগানে ভালো ফলন হয়। তারই পরিপ্রেক্ষিতে একই সালের জুনে বাগানে এ চাষ শুরু করেন। এখানে ছাদবাগানের থেকে বেশি ফলন পাওয়ায় তিনি উৎসাহী হয়ে ওঠেন। তিনি দেশি-বিদেশি বিভিন্ন জাত সংগ্রহ করেন। বিদেশি জাতগুলো ইউরোপ থেকে সংগ্রহ করেছেন বলে জানা যায়। অক্টোবর-নভেম্বর মাসে আঙুর গাছ ছাঁটাই করলে মার্চ-এপ্রিলে ফল পাওয়া যায়। এরপর আবার শীতের সময়ে ফলন আসে। বেকারত্ব দূর করতে তার বাগান থেকে চারা নিয়ে অনেকেই আঙুর চাষ শুরু করেছেন। অনলাইনের দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার বাগান থেকে আঙুরের চারা সংগ্রহে আগ্রহ দেখাচ্ছেন অনেকেই। কেউ কেউ সরাসরি এসে উপস্থিত হচ্ছে তার বাগানে। আঙুর দো-আঁশযুক্ত লালমাটি, জৈবিক সার সমৃদ্ধ কাঁকর জাতীয় মাটি এবং পাহাড়ের পাললিক মাটিতে আঙুর চাষ ভালো হয়। কম পরিশ্রম ও কম খরচে লাভজনক হওয়ায় আঙুর চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। আঙুর চাষে বাড়তি কোনো খরচ নেই। জৈবসার প্রয়োগের পাশাপাশি সঠিক পরিচর্যায় জাত ভেদে একটি গাছে ৪০-৫০ বছর ফলন পাওয়া সম্ভব। এ ছাড়া বছরে একটি গাছে তিনবার ফল আসে। প্রতিটি গাছে দেড় থেকে দুই মণ ফলন পাওয়া যায়।
শিরোনাম
- রংপুরে বাস পুকুরে পড়ে নিহত ২, আহত ২০
- স্থগিত হলো কারিগরি শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা
- নির্বাচনের আগে ডিসি-এসপি পদে রদবদল হবে
- সব ধরনের অপরাধ থেকে সুন্দরবনকে মুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ
- কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
- ভোটের মার্কা শাপলা নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত
- ১৮ জুলাই বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা
- ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি
- ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী
- হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’
- নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- র্যাগিংয়ের নামে জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
- জুলাই বিরোধী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে গোবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
আঙুর চাষে সাফল্য
শনিবারের সকাল ডেস্ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর