সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে ঢাকা

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের এবারের সবচেয়ে আলোচিত দল হয়েও ফাইনালে উঠতে পারেনি ঢাকা ডাইনামাইটস। কুমার সাঙ্গাকারা, মুস্তাফিজুর রহমানদের মতো ক্রিকেটার থাকার পরও ব্যর্থ ঢাকা। ব্যর্থতার জন্য কোচ মিকি আর্থার দুষেছেন ব্যাটসম্যানদের। অপরাপর দলগুলো যেখানে নির্বিঘ্নে খেলেছে ওপেনার নিয়ে। সেখানে ঢাকা ১১ ম্যাচে খেলিয়েছে ৯ জন ওপেনার। তারপরও সাফল্য মরীচিকা হয়েই ছিল। দলে সলিড ওপেনার না থাকায় প্রতি ম্যাচেই ভুগতে হয়েছে ঢাকাকে। এলিমেশন ম্যাচে বরিশাল বুলসের ছুড়ে দেওয়া ১৩৬ রান টপকাতে পারেনি। হেরে যায় ১৮ রানে। এই ম্যাচেও ওপেনারদের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। স্থানীয় ভালো কোনো ওপেনার না থাকায় কোচ আর্থার হতাশ, ‘ফাইনাল খেলতে না পারায় আমি হতাশ। অন্য দলগুলোর মতো আমিও ফাইনালে খেলার স্বপ্ন দেখছিলাম। কিন্তু দলে ভালোমানের কোনো ওপেনার না থাকায় আমাদের শুরু ভালো হয়নি। এছাড়া মিডল অর্ডারেও কোনো ব্যাটসম্যান ইনিংসের শেষ পর্যন্ত খেলতে পারেননি।’ ঢাকা ডাইনামাইটস তারকা ক্রিকেটার বলতে ছিলেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ককে ব্যাট হাতে সফল বলাই যায়। ১০ ম্যাচে তার রান ৩৪৯। যা আসরের সর্বোচ্চ। সাঙ্গাকারার মতো ক্রিকেটার থাকতেও দলের দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত কোচ আর্থার অভাব বোধ করেছেন গেইল, শেন ওয়াটসনের মানের ক্রিকেটারকে, ‘গেইল বিশ্বের সেরা টি-২০ ক্রিকেটার। শেন ওয়াটসনও কম যান না। এরা যে কোনো সময় ম্যাচের গতি প্রকৃতি পাল্টে দিতে পারেন।

সর্বশেষ খবর