শনিবার, ২১ মে, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশের গ্রুপে ইরান

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের গ্রুপে ইরান

পুরুষরা না পারলেও মহিলা ফুটবলারদের পারফরম্যান্স কিন্তু ভালোই। গ্রাফ ক্রমশ ওপরে উঠছে মহিলা ফুটবল দলের। আগস্টে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশীপের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দল। বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৭ আগস্ট এবং প্রতিপক্ষ শক্তিশালী ইরান। গ্রুপের সেরা দল এখান থেকে ২০১৭ সালের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে দল। যা ২০১৭ সালে অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে।

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। গ্রুপের অপরাপর দলগুলো হচ্ছে কিরগিজস্তান, চাইনিজ তাইপে, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুর। দলগুলো শক্তিশালী হলেও অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলাদেশ। কারণ, স্বাগতিক হিসেবে খেলবে। বাছাইপর্বে মোট ২৪টি দল খেলবে চার গ্রুপে। প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে মূল পর্বে। গত আসরের সেরা তিন দল উত্তর কোরিয়া, চীন ও জাপান এবং স্বাগতিক থাইল্যান্ড এবার সরাসরি খেলবে মূল পর্বে। তবে টুর্নামেন্টের স্বাগতিক থাইল্যান্ড ‘এ’ গ্রুপের বাছাই পর্বে খেলবে। তাই গ্রুপ থেকে রানার্স আপ দল মূল পর্বে খেলার সুযোগ পাবে। গত আসরে বাংলাদেশ মূল পর্বে খেলতে পারেনি গ্রুপে তৃতীয় হওয়ায়। প্রথম ম্যাচে জর্দানকে ১-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬-০ গোলে হারালেও পরের দুই ম্যাচ হেরে যায় ইরান ও ভারতের কাছে। ফলে মূল পর্বে ওঠা হয়নি বাংলাদেশের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর