বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬ ০০:০০ টা
চ্যাম্পিয়ন্স ট্রফি

উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ-ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ-ইংল্যান্ড

আগামী বছর ইংল্যান্ড ও ওয়েলসে বসবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। ১ থেকে ১৮ জুন ক্রিকেটের জনপ্রিয় এ আসার অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফিকশ্চার ঘোষণা করেছে আইসিসি। উদ্বোধনী দিনেই বাংলাদেশের ম্যাচ। ১ জুন ওভালে স্বাগতিক ইংলিশদের বিরুদ্ধে লড়বে টাইগাররা। ৫ জুন একই ভেন্যুতে বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। ৯ জুন কার্ডিফে লড়াই হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের। আট দল দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রথম পর্বের ম্যাচ খেলবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ইংল্যান্ড অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। ৪ জুন অ্যাজবাস্ট্রনে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। ওয়ানডে র্যাংকিংয়ে অবনতি ঘটায় টেস্টভুক্ত দুই দেশ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে চ্যাম্পিয়ন ট্রফি খেলার সুযোগ হারিয়েছে।

১৯৯৯ সালে মিনি বিশ্বকাপ নামকরণে ঢাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক ঘটে। তবে র্যাংকিংয়ের কারণেই নিজ দেশে আয়োজিত এ টুর্নামেন্টে খেলতে পারেনি বাংলাদেশ।

সর্বশেষ খবর