সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মাশরাফি আর সাকিবদের ‘প্রতিশোধের’ ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

মাশরাফি আর সাকিবদের ‘প্রতিশোধের’ ম্যাচ

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক মাশরাফি আসরের উদ্বোধনী ম্যাচ খেলতে মিরপুর স্টেডিয়ামে পা রাখতেই দর্শকরা তার নামে জয়ধ্বনি দিয়েছিল। কিন্তু মাশরাফিরা সেদিন জয়ের দেখা পায়নি। তামিম ইকবালরা সেদিন হেসেছিলেন বিজয়ের হাসি। মাশরাফিকে হারিয়ে খুশি হয়েছিলেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম। আবারও সেই তামিমদেরই মুখোমুখি মাশরাফিরা। বিপিএলের ফিরতি লেগ শুরু হচ্ছে আজ থেকে। কুমিল্লা ভিক্টোরিয়ানস কী এবার প্রতিশোধ নিতে পারবে চিটাগং ভাইকিংসের বিপক্ষে! নাকি এবার নিজভূমে কুমিল্লাকে হারিয়ে বিপিএলে জয়ের ধারা ধরে রাখবেন তামিমরা!

টানা পাঁচ ম্যাচ হারের পর একটা জয়। কুমিল্লা ভিক্টোরিয়ানসরা গত ম্যাচে রাজশাহী কিংসকে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেও উৎসব করেননি মোটেও। বিপিএলের অর্ধেক পথ পাড়ি দিয়ে ২ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা দলটা উৎসব করেই বা কী করে! তবে জয়ের যে ধারায় এসেছে দলটা তা ধরে রাখতে মরিয়া। আগেরদিন ম্যাচ খেলেও গতকাল চট্টগ্রাম মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এসেছিল অনুশীলন করতে। কোচ মিজানুর রহমান বাবুল সেখানেই বললেন, ‘আমাদের সামনে এখন সব ম্যাচই ডু-অর-ডাই।’ এ কারণেই আগেরদিন ম্যাচে যারা ব্যাটিং কম করেছেন কিংবা ম্যাচে খেলার সুযোগ পাননি সবাইকে নিয়ে অনুশীলনে এসেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। বাকিরা জিম সেশনে অংশ নিয়েছে। কঠোর পরিশ্রম করছে দলটা। রাজশাহী কিংসকে হারিয়ে যে ‘মোমেন্টাম’ পাওয়া গেছে তা কোনোভাবেই হারাতে চায় না দলটা। তাছাড়া তামিমদের কাছে কিছুটা দেনা-পাওনার হিসেবও তো রয়েছে মাশরাফিদের!

এদিকে বিপিএলে আজ ঢাকা ডায়নামাইটসের সামনেও প্রতিশোধের মিশন। ঢাকা পর্বে ড্যারেন স্যামিদের কাছে ৬ উইকেটে হেরেছিলেন সাকিবরা। মেহেদি হাসান মিরাজ আর স্যামিট প্যাটেলদের দুরন্ত বোলিং ঢাকার অসাধারণ ব্যাটিং লাইনকেও আটকে দিয়েছিল মাত্র ১৩৮ রানে। ব্যাট হাতে পরের কাজটুকু করেছিলেন সাব্বির আর প্যাটেল। ঢাকার মাঠে সাকিবদের সেই পরাজয় নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা নয়। অবশ্য গতকাল রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি আরও একবার ঢাকা ডায়নামাইটসকে হারানোর দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘আমরা জানি ঢাকা ডায়নামাইটস খুবই শক্তিশালী দল। তবে আমাদের একমাত্র জয়টাও এসেছে তাদের বিপক্ষেই। এটাই আমাদের প্রেরণা।’ স্যামি অবশ্য স্বীকার করেছেন, রাজশাহী কিংস কোনো কিছুতেই ভালো করছে না। ব্যাটিং কিংবা বোলিং কোনোটাই ভালো হচ্ছে না। কেবল সাব্বির রহমানই ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন। স্যামি বলেন, ‘ক্রিকেটটা একজনের খেলা নয়। এখানে সবাইকে মিলেই খেলতে হয়।’ তিনি বিশ্বাস করেন, এখনো সময় আছে রাজশাহীর সামনে। সুযোগ আছে প্লে-অফ খেলার। এদিকে ঢাকা ডায়নামাইটস গত ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরে অনেকটা চাপেই আছে। সাকিব সে ম্যাচে পরাজয়ের পরই বলেছিলেন, ‘আমরা জানি, টি-২০ ক্রিকেটে যে কোনো দলই সমান যোগ্যতা নিয়ে মাঠে নামে। এখানে সব দলকেই সমান গুরুত্বপূর্ণ মনে করে মাঠে নামতে হয়।’ আর রাজশাহী কিংসের মতো প্রতিপক্ষের বিপক্ষে জয়ের জন্য বাড়তি প্রেরণা থাকছে সাকিবদের। তাছাড়া পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখার বিষয়টাও তো থাকছে।

বিপিএলের অর্ধেক রাস্তা পাড়ি দিয়ে ঢাকা ডায়নামাইটস ৬ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে নেট রান রেটে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে। অবশ্য এক ম্যাচ কম খেলে রংপুর রাইডার্স ও খুলনা টাইটানসের সংগ্রহও ৮ পয়েন্ট করে। আজ জিতলেই কেবল ঢাকা ধরে রাখতে পারবে শীর্ষস্থান। অন্যদিকে আজ হারলে রাজশাহী কিংসকে সম্ভবত প্লে-অফ খেলার স্বপ্ন বিসর্জন দিতে হবে এবারের মতো!

সর্বশেষ খবর