শনিবার, ১১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

৬ ম্যাচে মিরাজের ৩১ উইকেট

ক্রীড়া প্রতিবেদক

৬ ম্যাচে মিরাজের ৩১ উইকেট

উইকেট শিকারের পর মিরাজকে অভিনন্দন মুশফিকের —এএফপি

গল টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা ৬ উইকেট পতনের পর ইনিংস ঘোষণা করলেও দুই উইকেট নিয়েছেন ১৯ বছর বয়সী এই বোলার। দুই ইনিংস মিলে গল টেস্টে মিরাজ শিকার করেছেন ৬ উইকেট। সব মিলে টেস্ট ক্যারিয়ারের ৬ ম্যাচে তার ঝুঁলিতে ৩১ উইকেট। টেস্টে মিরাজের অভিষেক হয়েছিল রেকর্ডের মধ্য দিয়ে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রথম দুই ম্যাচেই ১৯ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেন তিনি। মিরাজের দুর্দান্ত বোলিংয়েই দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে টেস্টে সমতা এনেছিল বাংলাদেশ। ওই সিরিজের প্রথম ম্যাচেও জয়ের পথ তৈরি করেছিলেন। অভিষেক সিরিজেই পেয়েছেন ‘ম্যান অব দ্য সিরিজ’ পুরস্কার। তবে নিউজিল্যান্ড সফরের দুই ম্যাচে সুবিধা করতে পারেননি। মাত্র চার উইকেট পেয়েছেন। ভারতের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টেও দুই উইকেটের বেশি পাননি। তবে গল টেস্টে আবারও জ্বলে উঠেছেন এই স্পিনার। গতকাল দারুণ বোলিং করেছেন। ২০ ওভারে ৭৭ রান দিয়ে নিয়েছেন সেঞ্চুরিয়ান উপুল থারাঙ্গা ও ডিকওয়েলার উইকেট। তবে মাহমুদুল্লাহ ক্যাচ মিস না করলে আরও একটি উইকেট জমা হতো তার ঝুলিতে। সেঞ্চুরি করার পর লঙ্কান ওপেনার থারাঙ্গা যখন ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন তখনই তাকে সরাসরি বোল্ড করেন। আর ডিকওয়েলার উইকেটটিতে বড় কৃতিত্ব উইকেটরক্ষক লিটন কুমার দাসের। লঙ্কান ব্যাটসম্যান বাউন্ডারি হাঁকানোর উদ্দেশ্যে রিভার্স সুইপ করেছিলেন, অসাধারণ দক্ষতা দেখিয়ে বল গ্লাভস-বন্দী করে ফেলেন লিটন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর