এত দিনে ফেডারেশন কাপ শেষ হয়ে যেত। কিন্তু ফিফা উইন্ডো কর্মসূচির কারণে দুই সেমিফাইনালের ম্যাচ পিছিয়ে যায়। যদিও বাংলাদেশ কোনো আন্তর্জাতিক প্রীতিম্যাচ খেলতে পারেনি। তবু প্রতিপক্ষ পাওয়ার আশায় বাফুফে সেমিফাইনাল পিছিয়ে দেয়। কোয়ার্টার ফাইনাল পেরিয়ে এখন ফাইনালে ওঠার লড়াই। আজ শেষ চারের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ও সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকাল পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ফেডারেশন কাপ ফুটবলে দুই দলেরই শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে। আজকের লড়াইটা আবাহনী ও শেখ জামালের ভিন্ন রকমের। ১৯৮২ সালে প্রথম শিরোপা জেতা আবাহনীর লক্ষ্য থাকবে সেমি জিতে হ্যাটট্রিক শিরোপার পথে পা ফেলে রাখা। আর শেখ জামালের হারানো শিরোপার উদ্ধারের। ফেডারেশন কাপে এখনো সর্বোচ্চ ১১ বার শিরোপা জেতার রেকর্ড রয়েছে ঢাকা মোহামেডানের। আবাহনীর ১০ বার। শেখ জামাল ও মুক্তিযোদ্ধা এবং ব্রাদার্স ইউনিয়ন তিনবার করে। শেখ রাসেল ক্রীড়া চক্র একবার। সেমিফাইনালে কাউকে ফেবারিট বলাটা মুশকিল। তাছাড়া আবাহনী ও শেখ জামাল শক্তির দিক দিয়ে কেউ কারোর চেয়ে কম নয়। দুদলই গ্রুপ রানার্স আপ হয়ে নক আউট পর্বে জায়গা করে নিয়েছে। কোয়ার্টার ফাইনালে আবাহনী ৩-২ গোলে আরামবাগকে হারায় অন্য দিকে শেখ জামাল ১-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। শেখ জামাল এবার তারুণ্যনির্ভর দল গড়েছে। মাঠে তাদের ছন্দ খুঁজে পাওয়া যাচ্ছে। বিশেষ করে তাদের আক্রমণভাগ বেশ গোছানো। সলোমন কিংসের পরিশ্রমী খেলা সবার চোখে পড়ছে। সাইনি বোজাও নিজেকে মেনে ধরছেন। আবছার ও রনি গতিময় খেলা খেলছেন। প্রথম দিকে রক্ষণভাগে দুর্বলতা চোখে পড়লেও আস্তে আস্তে কেটে যাচ্ছে। ঢাকা আবাহনী বাংলাদেশের এমনই এক দল যারা পিছিয়ে থেকেও শেষ পাঁচ মিনিটে জেতার সামর্থ্য রাখে। তবে ভাগ্যের জোরে তারা সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। কোয়ার্টারে আরামবাগের বিপক্ষে দুবার পিছিয়ে থেকেও জয় পেয়েছে তারা। গ্রুপ পর্বেও পারফরম্যান্স চোখে পড়ার মতো ছিল না। মুক্তিযোদ্ধার বিপক্ষে ১ গোলে জিতলেও শেখ রাসেলের কাছে হেরে যায়। দলটা আবাহনী বলেই যত কথা। সানডে যেভাবে জ্বলে ওঠেন তা সামাল দিতে না পারলে শেখ জামালের ভয়ের কারণে আছে। বেলফোর্টেও আতঙ্কের কারণ হতে পারে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল লড়বে।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
আবাহনী না শেখ জামাল
প্রথম সেমিফাইনাল আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
