আর্সেনাল, এভারটন এবং চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম তিনটি দলকে হারাল পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি। এর মধ্যে চেলসিকে ৬-০ গোলে উড়িয়ে যেন নতুন করে নিজেদেরকে চিনল তারা। আগুয়েরোর হ্যাটট্রিক আর রহিম স্টারলিংয়ের ডাবল এবং গুনডোগানের এক গোলে চেলসি ইত্তিহাদ স্টেডিয়ামে একেবারে চুপসে গিয়েছিল। ব্লুজরা যেন জবাবহীন হয়ে পড়েছিল। এমনকি ম্যাচ শেষে চেলসির জন্য দুঃখই প্রকাশ করল ম্যানসিটি। আর গার্ডিওলা! তিনি ধেই ধেই করে নাচছেন এখন। লিগ শিরোপা যে এবারেও হাতের নাগালেই থাকছে! ‘অবিশ্বাস্য একটা সপ্তাহ গেল। অবিশ্বাস্য একটা ম্যাচ গেল। আমরা খুবই ভাগ্যবান যে প্রথম তিনবারের চেষ্টাতেই তিনটা গোল করেছি। তবে ৩-০ হওয়ার পর তারা (চেলসি) খুবই ভালো খেলেছে। কিন্তু ৫-০ হওয়ার পর তাদের জন্য আর কোনো সুযোগ ছিল না।’ এভাবেই বললেন পেপ গার্ডিওলা। সত্যিই তো, অসাধারণ একটা সপ্তাহ গেল ম্যানচেস্টার সিটির। একদিকে লিভারপুল পয়েন্ট হারাচ্ছে অন্যদিকে ম্যানসিটি জিতেই চলেছে। সবমিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে এখন একটা ভারসাম্যাবস্থা বিরাজ করছে। ম্যানসিটির এই সফলতার পেছনে অনেক বড় অবদান আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর। তিনি চলতি মৌসুমে তিনটি হ্যাটট্রিকসহ মোট ১৭ গোল করেছেন। লিগে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন সালাহর সঙ্গে যৌথভাবে। গার্ডিওলা বলেন, ‘আমি অনেক বারই বলেছি, আগুয়েরো অসাধারণ একজন ফুটবলার। সে প্রতি মৌসুমেই দারুণসব গোল করে। এমন ধারাবাহিক ফুটবলারদেরই আমি সব সময় প্রশংসা করি।’ পেপ গার্ডিওলা দারুণ সন্তুষ্ট হলেও চেলসি কোচ মরিজিও সাররি মোটেও সন্তুষ্ট নন। তার চাকরি নিয়েই টানাটানি পড়ে গেছে। ম্যানসিটির কাছে বিধ্বস্ত হওয়ায় যে কোনো মুহূর্তে চাকরিটা চলে যেতে পারে তার। চেলসি বর্তমানে ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট সংগ্রহ করে লিগে ছয় নম্বরে অবস্থান করছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
ম্যানসিটির ম্যাজিকম্যান
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর