আর্সেনাল, এভারটন এবং চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম তিনটি দলকে হারাল পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি। এর মধ্যে চেলসিকে ৬-০ গোলে উড়িয়ে যেন নতুন করে নিজেদেরকে চিনল তারা। আগুয়েরোর হ্যাটট্রিক আর রহিম স্টারলিংয়ের ডাবল এবং গুনডোগানের এক গোলে চেলসি ইত্তিহাদ স্টেডিয়ামে একেবারে চুপসে গিয়েছিল। ব্লুজরা যেন জবাবহীন হয়ে পড়েছিল। এমনকি ম্যাচ শেষে চেলসির জন্য দুঃখই প্রকাশ করল ম্যানসিটি। আর গার্ডিওলা! তিনি ধেই ধেই করে নাচছেন এখন। লিগ শিরোপা যে এবারেও হাতের নাগালেই থাকছে! ‘অবিশ্বাস্য একটা সপ্তাহ গেল। অবিশ্বাস্য একটা ম্যাচ গেল। আমরা খুবই ভাগ্যবান যে প্রথম তিনবারের চেষ্টাতেই তিনটা গোল করেছি। তবে ৩-০ হওয়ার পর তারা (চেলসি) খুবই ভালো খেলেছে। কিন্তু ৫-০ হওয়ার পর তাদের জন্য আর কোনো সুযোগ ছিল না।’ এভাবেই বললেন পেপ গার্ডিওলা। সত্যিই তো, অসাধারণ একটা সপ্তাহ গেল ম্যানচেস্টার সিটির। একদিকে লিভারপুল পয়েন্ট হারাচ্ছে অন্যদিকে ম্যানসিটি জিতেই চলেছে। সবমিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে এখন একটা ভারসাম্যাবস্থা বিরাজ করছে। ম্যানসিটির এই সফলতার পেছনে অনেক বড় অবদান আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর। তিনি চলতি মৌসুমে তিনটি হ্যাটট্রিকসহ মোট ১৭ গোল করেছেন। লিগে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন সালাহর সঙ্গে যৌথভাবে। গার্ডিওলা বলেন, ‘আমি অনেক বারই বলেছি, আগুয়েরো অসাধারণ একজন ফুটবলার। সে প্রতি মৌসুমেই দারুণসব গোল করে। এমন ধারাবাহিক ফুটবলারদেরই আমি সব সময় প্রশংসা করি।’ পেপ গার্ডিওলা দারুণ সন্তুষ্ট হলেও চেলসি কোচ মরিজিও সাররি মোটেও সন্তুষ্ট নন। তার চাকরি নিয়েই টানাটানি পড়ে গেছে। ম্যানসিটির কাছে বিধ্বস্ত হওয়ায় যে কোনো মুহূর্তে চাকরিটা চলে যেতে পারে তার। চেলসি বর্তমানে ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট সংগ্রহ করে লিগে ছয় নম্বরে অবস্থান করছে।
শিরোনাম
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের