আর্সেনাল, এভারটন এবং চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম তিনটি দলকে হারাল পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি। এর মধ্যে চেলসিকে ৬-০ গোলে উড়িয়ে যেন নতুন করে নিজেদেরকে চিনল তারা। আগুয়েরোর হ্যাটট্রিক আর রহিম স্টারলিংয়ের ডাবল এবং গুনডোগানের এক গোলে চেলসি ইত্তিহাদ স্টেডিয়ামে একেবারে চুপসে গিয়েছিল। ব্লুজরা যেন জবাবহীন হয়ে পড়েছিল। এমনকি ম্যাচ শেষে চেলসির জন্য দুঃখই প্রকাশ করল ম্যানসিটি। আর গার্ডিওলা! তিনি ধেই ধেই করে নাচছেন এখন। লিগ শিরোপা যে এবারেও হাতের নাগালেই থাকছে! ‘অবিশ্বাস্য একটা সপ্তাহ গেল। অবিশ্বাস্য একটা ম্যাচ গেল। আমরা খুবই ভাগ্যবান যে প্রথম তিনবারের চেষ্টাতেই তিনটা গোল করেছি। তবে ৩-০ হওয়ার পর তারা (চেলসি) খুবই ভালো খেলেছে। কিন্তু ৫-০ হওয়ার পর তাদের জন্য আর কোনো সুযোগ ছিল না।’ এভাবেই বললেন পেপ গার্ডিওলা। সত্যিই তো, অসাধারণ একটা সপ্তাহ গেল ম্যানচেস্টার সিটির। একদিকে লিভারপুল পয়েন্ট হারাচ্ছে অন্যদিকে ম্যানসিটি জিতেই চলেছে। সবমিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে এখন একটা ভারসাম্যাবস্থা বিরাজ করছে। ম্যানসিটির এই সফলতার পেছনে অনেক বড় অবদান আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর। তিনি চলতি মৌসুমে তিনটি হ্যাটট্রিকসহ মোট ১৭ গোল করেছেন। লিগে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন সালাহর সঙ্গে যৌথভাবে। গার্ডিওলা বলেন, ‘আমি অনেক বারই বলেছি, আগুয়েরো অসাধারণ একজন ফুটবলার। সে প্রতি মৌসুমেই দারুণসব গোল করে। এমন ধারাবাহিক ফুটবলারদেরই আমি সব সময় প্রশংসা করি।’ পেপ গার্ডিওলা দারুণ সন্তুষ্ট হলেও চেলসি কোচ মরিজিও সাররি মোটেও সন্তুষ্ট নন। তার চাকরি নিয়েই টানাটানি পড়ে গেছে। ম্যানসিটির কাছে বিধ্বস্ত হওয়ায় যে কোনো মুহূর্তে চাকরিটা চলে যেতে পারে তার। চেলসি বর্তমানে ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট সংগ্রহ করে লিগে ছয় নম্বরে অবস্থান করছে।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
ম্যানসিটির ম্যাজিকম্যান
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর