আর্সেনাল, এভারটন এবং চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম তিনটি দলকে হারাল পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি। এর মধ্যে চেলসিকে ৬-০ গোলে উড়িয়ে যেন নতুন করে নিজেদেরকে চিনল তারা। আগুয়েরোর হ্যাটট্রিক আর রহিম স্টারলিংয়ের ডাবল এবং গুনডোগানের এক গোলে চেলসি ইত্তিহাদ স্টেডিয়ামে একেবারে চুপসে গিয়েছিল। ব্লুজরা যেন জবাবহীন হয়ে পড়েছিল। এমনকি ম্যাচ শেষে চেলসির জন্য দুঃখই প্রকাশ করল ম্যানসিটি। আর গার্ডিওলা! তিনি ধেই ধেই করে নাচছেন এখন। লিগ শিরোপা যে এবারেও হাতের নাগালেই থাকছে! ‘অবিশ্বাস্য একটা সপ্তাহ গেল। অবিশ্বাস্য একটা ম্যাচ গেল। আমরা খুবই ভাগ্যবান যে প্রথম তিনবারের চেষ্টাতেই তিনটা গোল করেছি। তবে ৩-০ হওয়ার পর তারা (চেলসি) খুবই ভালো খেলেছে। কিন্তু ৫-০ হওয়ার পর তাদের জন্য আর কোনো সুযোগ ছিল না।’ এভাবেই বললেন পেপ গার্ডিওলা। সত্যিই তো, অসাধারণ একটা সপ্তাহ গেল ম্যানচেস্টার সিটির। একদিকে লিভারপুল পয়েন্ট হারাচ্ছে অন্যদিকে ম্যানসিটি জিতেই চলেছে। সবমিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে এখন একটা ভারসাম্যাবস্থা বিরাজ করছে। ম্যানসিটির এই সফলতার পেছনে অনেক বড় অবদান আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর। তিনি চলতি মৌসুমে তিনটি হ্যাটট্রিকসহ মোট ১৭ গোল করেছেন। লিগে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন সালাহর সঙ্গে যৌথভাবে। গার্ডিওলা বলেন, ‘আমি অনেক বারই বলেছি, আগুয়েরো অসাধারণ একজন ফুটবলার। সে প্রতি মৌসুমেই দারুণসব গোল করে। এমন ধারাবাহিক ফুটবলারদেরই আমি সব সময় প্রশংসা করি।’ পেপ গার্ডিওলা দারুণ সন্তুষ্ট হলেও চেলসি কোচ মরিজিও সাররি মোটেও সন্তুষ্ট নন। তার চাকরি নিয়েই টানাটানি পড়ে গেছে। ম্যানসিটির কাছে বিধ্বস্ত হওয়ায় যে কোনো মুহূর্তে চাকরিটা চলে যেতে পারে তার। চেলসি বর্তমানে ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট সংগ্রহ করে লিগে ছয় নম্বরে অবস্থান করছে।
শিরোনাম
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
ম্যানসিটির ম্যাজিকম্যান
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর