আর্সেনাল, এভারটন এবং চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম তিনটি দলকে হারাল পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি। এর মধ্যে চেলসিকে ৬-০ গোলে উড়িয়ে যেন নতুন করে নিজেদেরকে চিনল তারা। আগুয়েরোর হ্যাটট্রিক আর রহিম স্টারলিংয়ের ডাবল এবং গুনডোগানের এক গোলে চেলসি ইত্তিহাদ স্টেডিয়ামে একেবারে চুপসে গিয়েছিল। ব্লুজরা যেন জবাবহীন হয়ে পড়েছিল। এমনকি ম্যাচ শেষে চেলসির জন্য দুঃখই প্রকাশ করল ম্যানসিটি। আর গার্ডিওলা! তিনি ধেই ধেই করে নাচছেন এখন। লিগ শিরোপা যে এবারেও হাতের নাগালেই থাকছে! ‘অবিশ্বাস্য একটা সপ্তাহ গেল। অবিশ্বাস্য একটা ম্যাচ গেল। আমরা খুবই ভাগ্যবান যে প্রথম তিনবারের চেষ্টাতেই তিনটা গোল করেছি। তবে ৩-০ হওয়ার পর তারা (চেলসি) খুবই ভালো খেলেছে। কিন্তু ৫-০ হওয়ার পর তাদের জন্য আর কোনো সুযোগ ছিল না।’ এভাবেই বললেন পেপ গার্ডিওলা। সত্যিই তো, অসাধারণ একটা সপ্তাহ গেল ম্যানচেস্টার সিটির। একদিকে লিভারপুল পয়েন্ট হারাচ্ছে অন্যদিকে ম্যানসিটি জিতেই চলেছে। সবমিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে এখন একটা ভারসাম্যাবস্থা বিরাজ করছে। ম্যানসিটির এই সফলতার পেছনে অনেক বড় অবদান আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর। তিনি চলতি মৌসুমে তিনটি হ্যাটট্রিকসহ মোট ১৭ গোল করেছেন। লিগে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন সালাহর সঙ্গে যৌথভাবে। গার্ডিওলা বলেন, ‘আমি অনেক বারই বলেছি, আগুয়েরো অসাধারণ একজন ফুটবলার। সে প্রতি মৌসুমেই দারুণসব গোল করে। এমন ধারাবাহিক ফুটবলারদেরই আমি সব সময় প্রশংসা করি।’ পেপ গার্ডিওলা দারুণ সন্তুষ্ট হলেও চেলসি কোচ মরিজিও সাররি মোটেও সন্তুষ্ট নন। তার চাকরি নিয়েই টানাটানি পড়ে গেছে। ম্যানসিটির কাছে বিধ্বস্ত হওয়ায় যে কোনো মুহূর্তে চাকরিটা চলে যেতে পারে তার। চেলসি বর্তমানে ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট সংগ্রহ করে লিগে ছয় নম্বরে অবস্থান করছে।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা