এএফসি অনূর্ধ্ব-১৬ ওমেন্স চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড খেলতে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। এ উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি এবং লক্ষ্য নিয়ে নানান কথা বললেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক মারিয়া মান্ডা এবং সহঅধিনায়ক আঁখি খাতুন। ‘আমরা থাইল্যান্ডের মূল পর্ব খেলতে চাই আবার। এ লক্ষ্য নিয়েই মিয়ানমার যাচ্ছি।’ কোচ ছোটনের কণ্ঠে দৃঢ় অঙ্গীকার। আগেরবারও এ টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব খেলেছিল মেয়েরা। কিন্তু এবার বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড বেশ কঠিনই হতে যাচ্ছে। স্বাগতিক মিয়ানমার ছাড়াও গ্রুপে আছে শক্তিশালী চীন ও ফিলিপাইন। ছোটন বলছেন, ‘আমাদের মেয়েরা দেড় বছরের বেশি সময়ে অনুশীলনে রয়েছে। আন্তর্জাতিক ম্যাচ খেলেছে অনেক। চীনের সঙ্গে খেলা নিয়ে পরে ভাবা যাবে। আমরা প্রথম দুই ম্যাচের জয় নিয়েই ভাবছি আগে।’ ফিলিপাইন ও মিয়ানমারের বিপক্ষে জিতলেই সেরা দুয়ে থাকাটা নিশ্চিত হবে বাংলাদেশের মেয়েদের। অধিনায়ক মারিয়া মান্ডা বললেন, ‘আমরা আবার থাইল্যান্ডে খেলতে চাই। মূল পর্বে খেলার জন্য আমরা প্রস্তুত।’ কয়েক মাস আগে বাংলাদেশ জাতীয় দল অলিম্পিকের বাছাইপর্ব খেলতে মিয়ানমার গিয়েছিল। সেই সফরে ভালো করতে পারেনি আঁখি-মারিয়ারা। এবার সেই ব্যর্থতা ঘুচাতে চান আঁখি। তিনি বলেন, ‘আগেরবারের লড়াইটা ছিল জাতীয় দলের। আর এটা বয়সভিত্তিক। আমরা এই আসরে ভালো করতে পারব আশা করি। মিয়ানমারে খেলার অভিজ্ঞতা আমাদের কিছুটা এগিয়ে রাখবে।’ ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ বাছাই পর্বে অনূর্ধ্ব-১৬ দলের অন্যতম ফুটবলার সাজেদা সফরসঙ্গী হতে পারছেন না মাধ্যমিক পরীক্ষার জন্য। তবে ২০১৭ সালে থাইল্যান্ডে মূল পর্বে খেলা ১১ জন ফুটবলার আছেন এবারের দলে। এই দলের সঙ্গে সিনিয়র ফুটবলাররাও মিয়ানমার যাচ্ছেন।
শিরোনাম
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
চূড়ান্ত পর্বে খেলতে চান মারিয়ারা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর