মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার উড়ন্ত জয়

এজবাস্টন টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার উড়ন্ত জয়

প্রথম দিন থেকেই রঙ পাল্টেছে এজবাস্টন টেস্ট। কখনো চালকের আসনে বসেছে স্বাগতিক ইংল্যান্ড, কখনো আবার অস্ট্রেলিয়া। বারবার হাত বদল হতে হতে অ্যাসেজের প্রথম টেস্টটি গড়ায় পঞ্চম দিনে। শেষ দিনে দুর্দান্ত বোলিং করে প্রথম সেশনেই টেস্টের পুরো নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় টিম পেইনের অস্ট্রেলিয়া। ৩৯৮ রানের টার্গেটে খেলতে নেমে নাথান লিয়ন ও প্যাটস কামিন্সের সাঁড়াশি আক্রমণে ২৫১ রানে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ঘরের মাঠে খেলছে ৫ টেস্ট ম্যাচের সিরিজ উদ্ধার করতে। ২০১৮ সালে ঘরের মাঠে ৪-০ ব্যবধানে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। সিরিজ ধরে রাখতেই ইংল্যান্ডে উড়ে আসে অস্ট্রেলিয়া। অবশ্য এর আগে অংশ নেয় বিশ্বকাপ ক্রিকেটে। প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। এজবাস্টনে ইংলিশরা খেলতে নামে আত্মবিশ্বাস নিয়ে। প্রথম দিন ১২২ রানের প্রতিপক্ষে ৮ উইকেট তুলে চালকের আসনে বসে পড়ে ইংল্যান্ড। এরপর থেকেই টেস্ট হয়ে উঠে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথের। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ১৪৪ রানের হিমালয়সম দৃঢ়তার টেস্ট খেলে। জবাবে স্বাগতিক ইংল্যান্ডকে এগিয়ে নেন ওপেনার বার্নস ব্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে। প্রথম ইনিংসের হিসাবে ৯০ রানে এগিয়ে যায় স্বাগতিকরা। চাপের মুখে ফের সেঞ্চুরি করেন স্মিথ। তার ১৪২ রান ও ম্যাথু ওয়েডের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। টার্গেট ছুড়ে দেয় ৩৯৮ রানের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর