Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ২৩:১৩

অ ন্যা ন্য

শুরুটা ভালো হলো না রাসেলের

শুরুটা ভালো হলো না রাসেলের

পেশাদার লিগে তৃতীয় হয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। দুভার্গ্য বলতে হয় তাদের দ্বিতীয় পর্বের মাঝে পয়েন্ট নষ্ট না করলে অবস্থানটা আরও উঁচুতে থাকতে পারত। অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টেও রাসেলের শুরুটা ভালো হয়নি। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ০-২ গোলে হেরে যায় নোফেল স্পোর্টিংয়ের কাছে। ২৩ মিনিটে পিয়াস ও ৮১ মিনিটে বিজয়ী দলের হয়ে গোলগুলো করেন। উল্লেখ্য পেশাদার লিগ থেকে এবার রেলিগেটেড হয় নোফেল।


আপনার মন্তব্য