শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বরখাস্ত পাকিস্তান অধিনায়ক সরফরাজ

ক্রীড়া ডেস্ক

অধিনায়ক সরফরাজ আহমেদ চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দিয়েছিলেন পাকিস্তানকে। ১৯৯২ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তানের ওটাই ছিল সবচেয়ে বড় কোনো শিরোপা। অথচ গত তিন বছর ধরে তার পারফরম্যান্স আহামড়ি ছিল না। এমনকি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজের তার ব্যক্তিগত পারফরম্যান্স আহামড়ি নয়। তবে তার নেতৃত্বে পাকিস্তান ওয়ানডে সিরিজ জিতেছে এবং হোয়াইটওয়াশ হয়েছে টি-২০ সিরিজে।

এই হারই কাল হয়ে দাঁড়িয়েছে সরফরাজের। অবশ্য বিশ্বকাপের বাজে পারফরম্যান্সের পর তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে টেস্ট, ওয়ানডে ও টি-২০ নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে। তাকে সরিয়ে দেওয়ার পেছনে কলকাঠি নেড়েছেন নতুন কোচ মিসবাহ উল হক। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানকে জানিয়েছিলেন, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই সরফরাজের। এরপরই তিন ফরম্যাট থেকে সরিয়ে দেওয়া হয়েছে সরফরাজকে। তিন ফরম্যাটে তিন অধিনায়কের মনোনয়ন দিয়েছে পিসিবি। টেস্টে আজহার আলী, টি-২০-তে বাবর আজম। ওয়ানডেতে মোহাম্মদ হাফিজকে দেওয়া হতে পারে।

 

সর্বশেষ খবর