Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৬ নভেম্বর, ২০১৯ ২৩:০৮

হাত না মিলিয়েই চলে গেলেন মেসিরা

ক্রীড়া ডেস্ক

হাত না মিলিয়েই চলে গেলেন মেসিরা

ন্যু ক্যাম্পে চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগের সঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গোল শূন্য ড্র করে বার্সেলোনা। এই ফলাফলের পর মেসি এতটাই দুঃখ পান যে ফুটবল সভ্যতাটাই ভুলে যান। ম্যাচ শেষ হওয়ার পর প্রতিপক্ষের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছাড়েন তিনি। কেবল মেসিই নন, বার্সেলোনার আরও কয়েকজন তারকা ফুটবলার এভাবেই চলে যান। সাধারণত, এই ধরনের ম্যাচ শেষ হওয়ার পর প্রতিপক্ষের সঙ্গে জার্সি বদল এবং হাত মেলানো হয়।

মেসিদের এমন আচরণে হতাশ স্লাভিয়া প্রাগের গোলরক্ষক অন্দ্রেজ কোলার। তিনি বলেন, ‘ম্যাচটা শেষ হওয়ার পর মেসি মাঠ ছেড়ে চলে যান। অনেকে তো আমাদের সঙ্গে হাতটাও মেলায়নি। এটা সত্যিই দুঃখজনক ঘটনা।’ তবে মেসিরা চলে গেলেও বার্সেলোনার জার্মান গোলরক্ষক আন্দ্রে টার স্টেগান ঠিকই প্রতিপক্ষের প্রশংসা করেছেন। অন্দ্রেজ কোলার বলেন, ‘সে আমার জন্য টানেলে দাঁড়িয়েছিল। আমাকে দেখে বলল, এমন ভালো গোলকিপিং সে দীর্ঘদিন দেখেনি।’


আপনার মন্তব্য