বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশের ক্রীড়াঙ্গনে উন্নয়নের ছোঁয়া লেগেছে

এ কে এম এনামুল হক শামীম, পানিসম্পদ উপমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশের ক্রীড়াঙ্গনে উন্নয়নের ছোঁয়া লেগেছে

ক্রীড়াঙ্গনে অনেক রেকর্ড সৃষ্টি হয়েছে। আবার ভেঙেও গেছে। কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ হ্যান্ডবলে যে ইতিহাস গড়েছে তা কখনো কারও পক্ষে টপকানো অসম্ভব বলা যায়। পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপে তারা টানা ২১ বার শিরোপার স্বাদ পেল।

গতকাল ২৯তম জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে তারা ৩১-১৭ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ২০-৭ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের সোহাগ হোসেন সর্বোচ্চ ৮ এবং বিজিতের পক্ষে তাজু হাসান ৯টি গোল করেন। পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এনামুল হক শামীম বলেন, ‘ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশের ক্রীড়াঙ্গনে উন্নয়নের ছোঁয়া লেগেছে। গত দশ বছরে ক্রীড়াক্ষেত্রে সব ধরনের সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। যে কারণে অনেক সাফল্য ধরা দিয়েছে। আমাদের দেশের মেয়েরা ক্রিকেটে সোনা জয়ী হয়। সাকিব আল হাসানরা বিশ্বসেরা খেলোয়াড় হন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন বিশ্বে নেতৃত্ব দেবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছেলেন সানলাইফ ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালক শায়লা বুলবুল। উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের সিনিয়র অ্যাসিসটেন্ট সঞ্জিব চ্যাটার্জি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুল ফজল বুলবুল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর