রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের শুভ সূচনা

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের শুভ সূচনা

শুভ সূচনা করেছে বাংলাদেশের যুবারা। গতকাল প্রচেফস্ট্রোমে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ‘সি-গ্রুপে’ নিজেদের প্রথম ম্যাচে ডার্ক লুইস মেথডে জিম্বাবুয়েকে ৯ উইকেটে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। মৃত্যুঞ্জয়, সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ে ২৮.১ ওভারে ৭ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে। এ সময় বৃষ্টি শুরু হলে আম্পায়াররা ম্যাচ বন্ধ রাখতে বাধ্য হন। মারুমানি সর্বোচ্চ ৩১, গুমবা জিম্বাবুয়ের পক্ষে ২৮ রান সংগ্রহ করেন। সাকিব, শরিফুল, মৃত্যুঞ্জয়, শামীম ও রকিবুল ১টি করে উইকেট পান। পরে ম্যাচ শুরু হলে ২৮ ওভারে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৩০ রান। ১১.২ ওভারেই মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা। ইমন ৩৩ বলে সর্বোচ্চ ৫৮, জয় ৩৮, তানজিদ ৩২ রান করেন। ২১ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ পরবর্তী ম্যাচ খেলবে। এদিকে টুর্নামেন্টে আরেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে। অস্ট্রেলিয়া ১৭৯ রানে অল আউট হয়ে গেলে পরবর্তীতে ৪ ওভার হাতে রেখেই জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ।

সর্বশেষ খবর