শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

সাইদকে হকি ফেডারেশনের কারণ দর্শানোর নোটিস

ক্রীড়া প্রতিবেদক

সাইদকে হকি ফেডারেশনের কারণ দর্শানোর নোটিস

দীর্ঘ ৯ মাস হকির কর্মকান্ডের সঙ্গে নিজেকে জড়িত রাখেননি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ। সেপ্টেম্বরের পর থেকেই হকি ফেডারেশনে অনুপস্থিত নির্বাচিত এ সাধারণ সম্পাদক। নির্বাহী কমিটির টানা চার সভায় দেখা মেলেনি সাইদের। অথচ ফেডারশনের গঠনতন্ত্রে আছে নির্বাহী কমিটির কোনো সদস্য টানা তিন সভায় অনুপস্থিত থাকলেই কারণ দর্শানোর নোটিস পাঠানো হবে। জেনারেল সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও তার চার সভায় দেখা মেলেনি!

গঠনতন্ত্র অনুযায়ী তিন সভা অনুপস্থিত থাকার পরই সাইদকে শোকজ করার কথা। কিন্তু ঝুলে ছিল। এক্ষেত্রে হয়তো বড় কারণ ছিল সাইদ যে কোথায় আছেন তা কেউ জানেন না। মতিঝিল ক্লাব পাড়ায় ক্যাসিনো কান্ডে অনেকে গ্রেফতার হওয়ার পরই তিনি হাওয়া। হকি ফেডারেশন এখনো জানেন না তাদের সাধারণ সম্পাদক কোথায় আছেন। যাক দেরিতে হলেও সাইদ কারণ দর্শানোর নোটিস পাচ্ছেন। সাইদের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া মো. ইউসুফ জানালেন সেই তথ্য। সভাপতি মহোদয়ের নির্দেশেই ফেডারেশন সাইদের কাছে চিঠি পাঠানো হচ্ছে। সেখানে জানতে চাওয়া হয়েছে কেন তিনি বাইলজ ভেঙ্গে হকির কর্মকা- থেকে বিরত রয়েছেন। ২৭ জুলাইয়ের মধ্যে তাকে চিঠির জবাব দিতে হবে। তিনি কোথায় আছেন তা আমরা জানি না। তারপরও আমরা কুরিয়ার সার্ভিসে তার বাসার ঠিকানায় ও মেইলে চিঠি পাঠিয়ে দেব। নির্ধারিত তারিখ পার হওয়ার পরই সাইদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ইউসুফ জানান তারই স্বাক্ষরিত চিঠি সাইদের কাছে পাঠানো হবে। ক্রীড়াঙ্গনে এটিই প্রথম ঘটনা কোনো ফেডারেশনের সাধারণ সম্পাদক কারণ দর্শানোর নোটিস পাচ্ছেন।

সর্বশেষ খবর