অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন শ্রীলঙ্কার বেশ কজন ক্রিকেটার। এমনকি তারা নিজ দেশে না থেকে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের চিন্তা করছেন। এমনটিই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য মর্নিং স্পোর্টস। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে এমন সিদ্ধান্ত নিতে পারেন কমপক্ষে ১৫ জন লঙ্কান ক্রিকেটার।
এ তালিকায় আছেন উপুল থারাঙ্গা, দুশমনু চামিরা, আমিলা-আপেডো, দিলশান মুনাবিরা, মালিন্দা পুস্ককুমারা, লাহিরু মাদুশঙ্কা, মনোজ শরচেন্দ্র ও নিশান পেইরিদের মতো পরিচিত ক্রিকেটার।