শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

৩০ এপ্রিল মাঠে গড়াচ্ছে পেশাদার ফুটবলের দ্বিতীয় লেগ

সরকারের সবুজ সংকেত পেয়েই সালাম খসড়া ফিকশ্চার তৈরি করে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন।

ক্রীড়া প্রতিবেদক

সব শঙ্কা কেটে গেল। থেমে থাকা পেশাদার ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে। ৩০ এপ্রিল থেকে দ্বিতীয় লেগ শুরু হচ্ছে। আগে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়ালি সভায় কোনো সিদ্ধান্ত আসেনি। গতকাল দ্বিতীয় সভায় বাফুফে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী ৩০ এপ্রিল থেকে দ্বিতীয় লেগ শুরুর প্রস্তাবনা দেন। তিনটি ক্লাব আপত্তি জানালেও পরে তা মেনে নেয়। ঈদের আগে দ্বিতীয় লেগের তিন বা চার রাউন্ড খেলা হবে। গত সভায় ক্লাব প্রতিনিধিরাই সালামের কাছে অনুরোধ রাখেন সরকারের বিশেষ অনুমতি নিয়ে দ্রুত লিগ নামাতে।

সরকারের সবুজ সংকেত পেয়েই সালাম খসড়া ফিকশ্চার তৈরি করে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়া চক্র, ঢাকা আবাহনী, সাইফ স্পোর্টিং, বড় ক্লাবগুলো ৩০ তারিখেই লিগ শুরু মত দেন। আরামবাগ, রহমতগঞ্জ, উত্তর বারিধারা চেয়েছিল অনুশীলনের জন্য আগামী মাসে লিগ শুরু করার। পরে তারা রাজি হয়ে যায়। ১৪ মে থেকে বসুন্ধরা কিংস আবার মালদ্বীপ এএফসি কাপ গ্রুপের ম্যাচ খেলবে। আবাহনীও এই পর্বে খেলতে পারে। লিগে তখন তাদের খেলা বন্ধ রাখা হবে। পরে শুরুতেই সে সব ম্যাচ খেলবে। সালাম বলেন, স্বাস্থ্যবিধি মেনেই লিগ চলবে। দ্রুত লিগ শেষ করতে কোনো ভেন্যুই বাতিল হয়নি। উদ্বোধনী দিনে বসুন্ধরা ও উত্তর বারিধারা লড়বে।

সর্বশেষ খবর