শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
সিজারের পর জুনাইনা

অলিম্পিক গেমসে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশের নারী সাঁতারু জুনাইনা আহমেদ। ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্ব সাঁতারে যুক্তরাজ্য প্রবাসী এ সাঁতারু ৫০ মিটার ইভেন্টে বিশ্ব সাঁতার ফেডারেশনের বেঁধে দেওয়া সময়ে সাঁতার শেষ করেন। তাই তিনি অলিম্পিকে ওয়াইল্ডকার্ড নিশ্চিত করেছেন। টোকিওতে স্বপ্নের অলিম্পিকে জুনাইনা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এর আগে ঢাকায় জাতীয় সাঁতারেও পুল কাঁপিয়েছেন জুনাইনা। এ নিয়ে দ্বিতীয় কোনো প্রবাসী ক্রীড়াবিদ বাংলাদেশের হয়ে অলিম্পিকে অংশ নেবেন। এর আগে যুক্তরাজ্য প্রবাসী জিমন্যাস্ট সাইক সিজার অলিম্পিকে অংশ নেন।

টোকিও অলিম্পিকে একজন পুরুষ সাঁতারুও বাংলাদেশের হয়ে পুলে নামতে পারবেন।

সর্বশেষ খবর