শনিবার, ৮ মে, ২০২১ ০০:০০ টা

মুস্তাফিজদের ১৪ দিনই থাকতে হবে কোয়ারেন্টাইনে

ক্রীড়া প্রতিবেদক

মুস্তাফিজদের ১৪ দিনই থাকতে হবে কোয়ারেন্টাইনে

করোনাভাইরাস মারাত্মক আকার ধারণ করায় মাঝপথে আইপিএল বন্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে এবং মুস্তাফিজ রাজস্থান রয়্যালসে। দেশে ফিরেই দুজনে রয়েছেন সেল্ফ আইসোলেশনে। দুজনকেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। শুধু দুজন নয়, শ্রীলঙ্কায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে ফিরে আসা ক্রিকেটারদেরও ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। যদিও আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য কোয়ারেন্টাইন কমাতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বিসিবি। কিন্তু সরকার এখনো কিছু জানায়নি বলেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধূরী সুজন, ‘আমরা অনেকদিন আগেই সরকারের কাছে আবেদন করেছি কোয়ারেন্টাইন কমানোর জন্য। কিন্তু সরকার এখনো আমাদের এ বিষয়ে জানায়নি।’ তাহলে কি দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটারদের? বিসিবি সিইও এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি।

সর্বশেষ খবর