সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

ইনিংস ব্যবধানে ক্যারিবীয়দের হার

ক্রীড়া ডেস্ক

২০১১ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল দক্ষিণ আফ্রিকা। সেবারও সিরিজ জিতেছিল প্রোটিয়াসরা। এবার ১০ বছর পর সফর করতে নেমে প্রথম টেস্টটি সহজেই জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রস আইলেটে স্বাগতিক ক্যারিবীয়দের ইনিংস ও ৬৩ রানের হারানোর নায়ক দুই ফাস্ট বোলার কাগিসো রাবাদা ও নরকিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চমবার ইনিংস ব্যবধান হেরেছে ক্যারিবীয়রা। সব মিলিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের এটা ২০০ নম্বর হার। এরচেয়ে বেশি ইংল্যান্ড ৩০৮ ও অস্ট্রেলিয়া ২২৬টি। দ্বিতীয় দিনই অবশ্য জয়ের ভিত তৈরি করে নিয়েছিল সফরকারীরা।

তৃতীয় দিন ক্যারিবীয়দের কফিনে পেরেক ঠুঁকে দেন রাবাদা ও নরকিয়া। দুজনের সাঁড়াশি আক্রমণে ৪ উইকেটে ৮২ রান নিয়ে খেলতে নেমে ১৬২ রানে গুটিয়ে যায়। রাবাদা ৫ উইকেট নেন ৩৪ রানের খরচে। নরকিয়া ৪৭ রানে ৩টি।

সর্বশেষ খবর