রবিবার, ২৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

পেশাদার লিগ নিয়ে দুশ্চিন্তায় বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

কোরবানি ঈদের পর শুক্রবার থেকেই পেশাদার লিগ মাঠে গড়ানোর কথা। তা আর হয়নি। সিডিউল পিছিয়ে ৩০ জুলাই ফুটবলে দেশের এ মর্যাদাকর আসর শুরু হবে। সংশয় রয়েছে এই সিডিউল ঠিক রাখা যাবে কিনা। সত্যি বলতে কি লিগ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে বাফুফে ও ক্লাবগুলো। কারণ সরকার ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনের কর্মসূচি দিয়েছে। এ অবস্থায় ফুটবল হবে কি? লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেছেন, ৩০ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনেই লিগ শুরু হবে। তবে সরকার না করলে আমরা খেলা বন্ধ রাখতে বাধ্য। অন্যদিকে জাতীয় ক্রীড়াপরিষদের নির্দেশনা আছে আগস্টের পর লিগ চালানো যাবে না। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারের কাজ পুরোদমে শুরু হয়ে যাবে। এখন যদি লকডাউনে খেলা না হয় তাহলে তাদের করণীয় কি?

লকডাউনে ঢাকার বাইরে খেলা চালানো সম্ভব নয়। বিকল্প হিসেবে বেরাইদে ফর্টেস গ্রুপের মাঠ ও কমলাপুর স্টেডিয়াম ব্যবহার করতে চায়। মাঠ ঝুঁকিপূর্ণ বলে অনেক ক্লাবই কমলাপুরে খেলতে রাজি নয়। এ নিয়ে চারবার লিগ বন্ধ হলো। বারবার বন্ধ হওয়ায় অনেক ক্লাবই চিন্তিত। কারণ বিদেশি ফুটবলারদের সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে। এ অবস্থায় তারা অর্থ পাবে কোথায়?

সর্বশেষ খবর