রবিবার, ২২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সাফ ফুটবলের ফাইনাল ১৬ অক্টোবর

ক্রীড়া প্রতিবেদক

উদ্বোধনী ম্যাচের সূচি ঠিকই রয়েছে। তবে ফাইনালের শিডিউলে পরিবর্তন এসেছে। ১৩ অক্টোবরের জায়গায় ১৬ অক্টোবর হবে। ফিফা র‌্যাঙ্কিংয়ে এই প্রতিযোগিতার প্রভাব  যেন পড়ে সে লক্ষ্যে শিরোপা নির্ধারণী ম্যাচ পরিবর্তন করা হয়েছে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক জানান, ‘আমরা চাচ্ছি সাফের ম্যাচগুলো যেন ফিফা টায়ার ওয়ানের মর্যাদা পায়। এতে র‌্যাঙ্কিংয়ে প্রভাব পড়বে। এর জন্য কমপক্ষে প্রতিটি ম্যাচের আগে ৪৮ ঘণ্টা বিরতি থাকতে হবে। সেভাবেই নতুন সূচি করা হয়েছে।’

মালদ্বীপে ১ অক্টোবর বাংলাদেশ উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে। ৪ অক্টোবর ভারতের সঙ্গে মুখোমুখি হবেন জামালরা। ৭ অক্টোবর মালদ্বীপ ও ১৩ অক্টোবর রাউন্ড রবিন লিগে বাংলাদেশ শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। শীর্ষে থাকা দুই দল ফাইনালে লড়বে।

সর্বশেষ খবর