শনিবার, ২৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

শেখ জামাল রানার্সআপ

ক্রীড়া প্রতিবেদক

শেখ জামাল রানার্সআপ

পেশাদার ফুটবল লিগে আগেই শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। রানার্স-আপ কে হবে এ নিয়ে চলছিল লড়াই। শেষ পর্যন্ত সে পজিশনও ঠিক হয়ে গেল। দেশের জনপ্রিয় আরেক দল লে. শেখ জামাল ধানমন্ডি নিজেদের শেষ ম্যাচে জয় দিয়েই রানার্স-আপ হলো। গতকাল বনানী আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে ঢাকা মোহামেডানকে পরাজিত করে। এর ফলে তারা ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট সংগ্রহ করল। ঢাকা আবাহনী শেষ ম্যাচে জিতলেও তাদের পয়েন্ট হবে ৪৯। চার বছর পর শেখ জামাল লিগে রানার্স-আপ হলো। অবশ্য লিগে তাদের তিনবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে।

রানার্স-আপের জন্য শেখ জামালের ড্র করলেই চলত। কিন্তু শুরু থেকেই সলোমনরা জয়ের জন্য মরিয়া থাকেন। মোহামেডানও আক্রমণে গেছে, তবে প্রতিপক্ষের ডিফেন্ডাররা দৃঢ়তার সঙ্গে রুখে দেন। ম্যাচ হেরে মোহামেডান সেরা পাঁচেও থাকবে কি না সংশয় রয়েছে।

প্রথমার্ধে শেখ জামাল গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ভেজা মাঠেও গতিময় ফুটবল খেলতে থাকে জামাল। আক্রমণ সামাল দিতে সাদা-কালো শিবির খেলে যাচ্ছিল। ৫২ মিনিটেই এগিয়ে যায় তারা। মোহামেডানের রক্ষণভাগের ভুলে গোল করেন গাম্বিয়ার সলোমন কিং। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে তিনি জালে বল পাঠান। সমতায় ফিরতে মোহামেডানও আক্রমণ চালায়। লাভ হয়নি, প্রতিপক্ষের রক্ষণ সজাগ থাকায় সব ভেস্তে যায়। ৮৯ মিনিটেই পুনরায় গোল করে শেখ জামালের বিজয় নিশ্চিত করেন সলোমন। তারুণ্যনির্ভর দল গড়ে শেখ জামালের শুরুটা এবার ভালোই ছিল। প্রথম পর্বে টানা চার ম্যাচে ড্র ও দ্বিতীয় পর্বে আরামবাগের সঙ্গে হেরে শিরোপার আশা শেষ হয়ে যায়।

অন্যদিকে আর্মি স্টেডিয়ামে আরেক ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ১-০ গোলে হারায় বাংলাদেশ পুলিশকে। ৭২ মিনিটে বিজয়সূচক গোলটি করেন খালেকুজ্জামান। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াল ৩৯।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরেক ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস ৩-০ গোলে আরামবাগকে হারিয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর