রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

অনন্য রেকর্ডের হাতছানি

টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট এখন মালিঙ্গার। টি-২০ ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র দুজন ক্রিকেটারের উইকেট রয়েছে শয়ের ওপর। লঙ্কান ফাস্ট বোলার মালিঙ্গার উইকেট ১০৭টি ৮৪ ম্যাচে। সাকিবের ১০৬ উইকেট ৮৬ ম্যাচে।

ক্রীড়া প্রতিবেদক

অনন্য রেকর্ডের হাতছানি

দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। টি-২০ ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করছেন মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানরা। ধারাবাহিকতা ধরে রেখেছে ক্রিকেটের সবচেয়ে চিত্তাকর্ষক ২০ ওভারের ম্যাচগুলোতে। ধারাবাহিক ক্রিকেট খেলে বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের টি-২০ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ভালো সময় পার করছে। আইসিসির চলমান পঞ্জিকা বর্ষে এখন পর্যন্ত স্বপ্নের সময় পার করছে টাইগাররা। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয়টি। জিতলেই ইতিহাস! টি-২০ ক্রিকেটে টানা তিন সিরিজ জয়ের রেকর্ড গড়বে বাংলাদেশ। এর মধ্যেই অবশ্যই সবচেয়ে সফল একটি বছর পার করেছে ফেলেছেন মাহমুদুল্লাহরা। এখন পর্যন্ত চার সিরিজের ১৩টি ম্যাচ খেলে জয় তুলে নিয়েছে ৮টি। যা এক বছরে সবচেয়ে বেশি। ২০১৬ সালে ১৬ ম্যাচে সর্বোচ্চ জয় ছিল ৭টি।

আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। সিরিজ জয়ের জন্য ম্যাচটি যেমন মহাগুরুত্বপূর্ণ। একইভাবে টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ ও  বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের জন্য ম্যাচটি বিশেষ কিছু। দুজনেই দাঁড়িয়ে অনন্য রেকর্ডের দ্বারপ্রান্তে। টাইগার অধিনায়ক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ১০০ ম্যাচ খেলার ঘরে নাম লেখাবেন। এক উইকেট পেলে সাকিব

নাম লেখাবেন টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি ল্যাসিথ মালিঙ্গার পাশে। ২ উইকেট পেলে এককভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন।

২০০৬ সাল থেকে নিয়মিত টি-২০ খেলছে বাংলাদেশ। ১৫ বছরে ১০৯ টি-২০ ম্যাচ খেলেছে টাইগাররা। যাতে ৯৯টি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ। দেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারটি এখন টাইগারদের টি-২০ অধিনায়কও। আজ টস করলেই তিনি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নাম লিখবেন টি-২০ ম্যাচ খেলার সেঞ্চুরির ক্লাবে। ৮৮ ম্যাচ খেলে দুইয়ে মুশফিকুর রহিম। এই মুহূর্তে ১১৬ ম্যাচ খেলে সবার উপরে শোয়েব মালিক। মোহাম্মদ হাফিজ ১১৩, রোহিত শর্মা ১১১, ইউয়ান মরগান ১০৭, কেভিন ও’ ব্রেইন ১০৪, মার্টিন গাপটিল ১০২ ও রস টেলর ১০২ টি-২০ ম্যাচ খেলেছেন। মাহমুদুল্লাহর রান ৯৯ ম্যাচে ১৭০২।

টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট এখন মালিঙ্গার। টি-২০ ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র দুজন ক্রিকেটারের উইকেট রয়েছে শয়ের ওপর। লঙ্কান ফাস্ট বোলার মালিঙ্গার উইকেট ১০৭টি ৮৪ ম্যাচে। সাকিবের ১০৬ উইকেট ৮৬ ম্যাচে। তিনে থাকা টিম সাউদির উইকেট ৮৩ ম্যাচে ৯৯টি। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির উইকেট ৯৮ ম্যাচে ৯৯। এই মুহূর্তে বিশ্বের সেরা লেগ স্পিনার রশিদ খান ৫১ ম্যাচে ৯৫ উইকেট শিকার করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর