শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

যেভাবে ফাইনালে যেতে পারে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলতে হলে প্রথম শর্ত হলো সামনের ম্যাচে (১৩ অক্টোবর) নেপালকে হারাতে হবে যে কোনো মূল্যে। কিন্তু এখানেই শেষ নয়। নেপালকে হারালে বাংলাদেশের পয়েন্ট হবে ৭। কিন্তু ৭ কিংবা তার বেশি পয়েন্ট সংগ্রহ করতে পারে ভারত, নেপাল এবং মালদ্বীপও। এ কারণেই বাকি ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। ফাইনালে বাংলাদেশ-ভারত মুখোমুখি হওয়ার হিসেবটা সবচেয়ে সহজ। নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতলে আর ভারত নেপাল ও মালদ্বীপ দুই দলকে হারালেই প্রতিবেশী দুই দেশ ফাইনালে মুখোমুখি হবে। কিন্তু ফাইনালে বাংলাদেশ-মালদ্বীপও মুখোমুখি হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশকে জিততে হবে নেপালের বিপক্ষে। নেপালকে হারতে হবে ভারতের কাছে এবং মালদ্বীপকে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে জিততে হবে। ফাইনালে নেপালেরও মুখোমুখি হতে পারে বাংলাদেশ। এক্ষেত্রে বাংলাদেশকে নেপালের বিপক্ষে জিততে হবে। ভারতের বিপক্ষে জিততে হবে নেপালকে। অন্যদিকে মালদ্বীপকে হারতে হবে ভারতের কাছে। জটিল এসব সমীকরণের মধ্যেই টিকে আছে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা।

সর্বশেষ খবর