বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

কোহলিদের জীবন বাজির ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

কোহলিদের জীবন বাজির ম্যাচ

চিরপ্রতিদ্ধন্ধী পাকিস্তানের কাছে হারের ধাক্কা সামলে নিতে পারেনি ভারত। শাহীন শাহ আফ্রিদির গতি এবং বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে অসহায় হয়ে পড়েন বিরাট কোহলি, রোহিত শর্মারা। প্রতিবেশীর কাছে ১০ উইকেটের হারের ধাক্কা সামলে উঠার আগেই পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। ১৯৯৯ সালের বিশ্বকাপের পর এই প্রথম ভারত কোনো বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে হারল। টানা হারের এই ধাক্কা সামলে কি আজ আবুধাবিতে জয়ের মুখ দেখবেন কোহলিরা। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ ও ১৯৮৩ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বচ্যম্পিয়ন ভারত কি পারবে আজ আফগানিস্তানকে হারাতে? বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই ভারতের সামনে। একই সমীকরণ আফগানিস্তানেরও। ৩ ম্যাচের দুটিতে জয়ী আফগানিস্তানকেও সেমির আশা টিকিয়ে রাখতে হারাতেই হবে কোহলির ভারতকে। এই গ্রুপ থেকে পাকিস্তান সবার উপরে। দ্বিতীয় দল হওয়ার লড়াইয়ে রয়েছে আফগানিস্তান, নিউজিল্যান্ড ও ভারত। দুবাইয়ে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের প্রতিপক্ষ নামিবিয়া। দুই দলই নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে। ব্ল্যাক ক্যাপসরা প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও ভারতকে হারায়। নামিবিয়া প্রথম ম্যাচে জয় পায় স্কটল্যান্ডের বিপক্ষে। হেরে যায় আফগানিস্তানের কাছে। মোহাম্মদ নবীর আফগানিস্তান এর আগে হারিয়েছে স্কটল্যান্ড ও নামিবিয়াকে। লড়াই করে হেরেছে পাকিস্তানের কাছে।

সর্বশেষ খবর