মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

মার্কিন মেয়েদের মুখোমুখি রুমানারা

আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মহিলা দল। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র্র। জিতলেই সুপার সিক্স প্রায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

ক্রীড়া প্রতিবেদক

মূল বিশ্বকাপে কখনোই খেলেনি বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। আগের দুবার বাছাইপর্বের গন্ডি ডিঙাতে পারেননি সালমা, জাহানারা, রুমানারা। পঞ্চম হয়ে দেশে ফিরেছেন। কিন্তু এবার সম্ভাবনা রয়েছে নিউজিল্যান্ডের মাটিতে চূড়ান্তপর্বে খেলার। তার আগে অবশ্য বাছাইপর্ব ডিঙাতে হবে। পরশু জিম্বাবুয়েতে শুরু হয়েছে ওয়ানডে মহিলা বিশ্বকাপের বাছাইপর্ব। পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ মহিলা দল। আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মহিলা দল। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র্র। জিতলেই সুপার সিক্স প্রায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। যদিও খেলা বাকি থাকবে থাইল্যান্ড ও স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে। নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দল সুপার সিক্স খেলবে। পাকিস্তানকে হারিয়ে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেয়েছেন রুমানারা। ২০১ টপকে যেতে রুমানা অসাধারণ ব্যাটিং করেছেন রুমানা। ৫০ রানের হার না মানা ইনিংস এবং ১ উইকেট নিয়ে ম্যাচসেরা রুমানা বলেন, ‘আমরা অনেক দিন ধরেই এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। এটা আমাদের বাছাইয়ের প্রথম ম্যাচ। খেললাম পাকিস্তানের বিপক্ষে। তাতে খুশির অনুভূতিটা আমাদের আরও দ্বিগুণ। সত্যি বলতে, সব সময় পাকিস্তানের বিপক্ষে আমরা অন্য রকম খেলার চেষ্টা করি। আর ওদের বিপক্ষে সবশেষ যে দুটা ম্যাচ খেলেছিলাম, দুটিতেই আমরা জিতেছিলাম। এই জয়টি অবশ্যই আমাদের প্রাপ্য।’ সুপার সিক্সে খেলবে দুই গ্রুপের শীর্ষ তিনটি করে ৬ দল। সুপার সিক্সের শীর্ষ তিন দল খেলবে সরাসরি চূড়ান্তপর্বে। আগামী মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে ৮ দলের ওয়ানডে বিশ্বকাপ। 

সর্বশেষ খবর