মূল বিশ্বকাপে কখনোই খেলেনি বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। আগের দুবার বাছাইপর্বের গন্ডি ডিঙাতে পারেননি সালমা, জাহানারা, রুমানারা। পঞ্চম হয়ে দেশে ফিরেছেন। কিন্তু এবার সম্ভাবনা রয়েছে নিউজিল্যান্ডের মাটিতে চূড়ান্তপর্বে খেলার। তার আগে অবশ্য বাছাইপর্ব ডিঙাতে হবে। পরশু জিম্বাবুয়েতে শুরু হয়েছে ওয়ানডে মহিলা বিশ্বকাপের বাছাইপর্ব। পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ মহিলা দল। আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মহিলা দল। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র্র। জিতলেই সুপার সিক্স প্রায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। যদিও খেলা বাকি থাকবে থাইল্যান্ড ও স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে। নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দল সুপার সিক্স খেলবে। পাকিস্তানকে হারিয়ে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেয়েছেন রুমানারা। ২০১ টপকে যেতে রুমানা অসাধারণ ব্যাটিং করেছেন রুমানা। ৫০ রানের হার না মানা ইনিংস এবং ১ উইকেট নিয়ে ম্যাচসেরা রুমানা বলেন, ‘আমরা অনেক দিন ধরেই এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। এটা আমাদের বাছাইয়ের প্রথম ম্যাচ। খেললাম পাকিস্তানের বিপক্ষে। তাতে খুশির অনুভূতিটা আমাদের আরও দ্বিগুণ। সত্যি বলতে, সব সময় পাকিস্তানের বিপক্ষে আমরা অন্য রকম খেলার চেষ্টা করি। আর ওদের বিপক্ষে সবশেষ যে দুটা ম্যাচ খেলেছিলাম, দুটিতেই আমরা জিতেছিলাম। এই জয়টি অবশ্যই আমাদের প্রাপ্য।’ সুপার সিক্সে খেলবে দুই গ্রুপের শীর্ষ তিনটি করে ৬ দল। সুপার সিক্সের শীর্ষ তিন দল খেলবে সরাসরি চূড়ান্তপর্বে। আগামী মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে ৮ দলের ওয়ানডে বিশ্বকাপ।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
মার্কিন মেয়েদের মুখোমুখি রুমানারা
আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মহিলা দল। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র্র। জিতলেই সুপার সিক্স প্রায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর