বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

চীনে অলিম্পিক বয়কট যুক্তরাষ্ট্রের

চীনে অলিম্পিক বয়কট যুক্তরাষ্ট্রের

সামনের ফেব্রুয়ারিতে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হবে শীতকালীন অলিম্পিক। বিশ্বের ৮৪টি দেশের অ্যাথলেট ৭টি খেলার ১০৯টি ইভেন্টে প্রতিযোগিতা করার কথা এই আসরে। তবে এর মধ্যে যুক্তরাষ্ট্র নিজেদের নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। হোয়াইটহাউসের প্রেস সেক্রেটারি জেন পিসাকি এক বিবৃতিতে জানিয়েছেন, জিনজিয়াংয়ে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার প্রতিবাদে শীতকালীন অলিম্পিকে যুক্তরাষ্ট্র কোনো অফিশিয়াল দল পাঠাবে না। প্যারালিম্পিকের ক্ষেত্রেও এই নীতি অবলম্বন করবে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা স্বাধীনভাবে অলিম্পিকে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে হোয়াইটহাউস।

সর্বশেষ খবর