শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ

কিংস-মোহামেডান একই গ্রুপে

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ

স্বাধীনতা কাপ শেষ। আগামীকাল থেকে মাঠে গড়াবে ফুটবল মৌসুমের দ্বিতীয় আসর ফেডারেশন কাপ। বসুন্ধরা গ্রুপ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে। দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস ফেডারেশন কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। গতকাল জমকালো ড্রয়ের মধ্য দিয়ে দলগুলোর গ্রুপিং নির্ধারিত হয়। পেশাদার লিগে অংশগ্রহণকারী দলগুলোই ফেডারেশন কাপ খেলবে। অনুষ্ঠানে বাফুফে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, স্পন্সর প্রতিষ্ঠান টি-স্পোর্টসের এজিএম ইভেন্টস অ্যান্ড এক্টিভিশন একেএম আহসানুর রহমান মল্লিক রনি, প্রফেশনাল লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আবদুর রহিম ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ উপস্থিত ছিলেন।

দুবারের টানা চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস লড়বে ‘এ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ হয়ে মাঠ নামবে আসরের অন্যতম সফল দল ঢাকা মোহামেডান ও নবাগত স্বাধীনতা সংঘ। ‘বি’ গ্রুপে পড়েছে সর্বোচ্চ ১১ বার শিরোপাধারী দল ঢাকা আবাহনী, আরেক সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়াচক্র ও উত্তর বারিধারা। সাইফ স্পোর্টিং, চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ পুলিশ এএফসি লড়বে ‘সি’ গ্রুপে। তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব মোটামুটি সহজ গ্রুপেই। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে রহমতগঞ্জ ও মুক্তিযোদ্ধা।

সর্বশেষ খবর