রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ঢাকায় কোচ কাবরেরা

ক্রীড়া প্রতিবেদক

ঢাকায় কোচ কাবরেরা

ঢাকায় পা রাখলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা। গতকাল সন্ধ্যায় বাংলাদেশে আসেন এই স্প্যানিশ কোচ। জেমি ডে’কে ছুটি দেওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে দুটি টুর্নামেন্টে খেলেছে বাংলাদেশ। মালদ্বীপে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। এরপর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চার জাতি ফুটবল টুর্নামেন্টে কোচের দায়িত্ব পালন করেন মারিও লেমোস। অবশেষে স্থায়ী কোচ পেতে যাচ্ছেন ফুটবলাররা। গতকাল বাংলাদেশে পা রেখে হাভিয়ের কাবরেরা বলেন, ‘আমি এখানে এসে দারুণ উচ্ছ্বসিত। নতুন দায়িত্ব পালন করতে আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। শিগগিরই ফুটবলার ও অন্যান্যের সঙ্গে পরিচিত হয়ে কাজ শুরু করতে চাই।’ এর আগে হাভিয়ের কাবরেরা অ্যালাভেসের একাডেমি কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বেশ কয়েকটি ক্লাবে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তবে জাতীয় দলের কোচ হিসেবে এবারই প্রথম দায়িত্ব পালন করতে যাচ্ছেন এ স্প্যানিশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর