রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নাসুম শরিফুলে দুর্দান্ত জয় চট্টগ্রামের

ক্রীড়া প্রতিবেদক

নাসুম শরিফুলে দুর্দান্ত জয় চট্টগ্রামের

ছবি : রোহেত রাজীব

ইনিংসের ১৯ নম্বর ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে আউট হন ইসুরু উদানা, আরাফাত সানি ও শুভাগত হোম। হ্যাটট্রিক! কিন্তু আরাফাত রান আউট হওয়ায় বাঁ হাতি পেসার শরিফুলের নামের পাশে হ্যাটট্রিক লেখা হয়নি। মিনিষ্টার গ্রুপ ঢাকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাঁ হাতি পেসার শরিফুল দুর্দান্ত বোলিং করেন। শুধু শরিফুল নন, বিধ্বংসী বোলিং করেন বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদও। ঘরের  মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পর তরুণ নাসুমের নামের পাশে টি-২০ স্পেশালিষ্ট বোলারের তকমা সেঁটে যায়। মিরপুরে গতকাল সন্ধ্যার খেলায় মিনিস্টার ঢাকার বিপক্ষে ৩০ রানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে জয় উপহার দিতে বিধ্বংসী বোলিং করেন শরিফুল ও নাসুম। দুই ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এটা প্রথম জয়। ঢাকার টানা দ্বিতীয় হার। আজ বিপিএলে বিরতি।    

বিপিএলের দ্বিতীয় দিনে কুয়াশা সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল মিনিস্টার গ্রুপ ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাহমুদুল্লাহ রিয়াদের ঢাকা ও মেহেদী হাসান মিরাজের চট্টগ্রাম নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল। গতকাল মিরপুর স্টেডিয়ামে প্রথম জয়ের স্বাদ নিতে মুখোমুখি হয়েছিল পরস্পরের। সাকিব আল হাসানের ফরচুন বরিশালের কাছে হারা চট্টগ্রাম গতকাল বেশ ভালো ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রান করে। সর্বোচ্চ ৪১ রান করেন উইল জ্যাকস ২৪ বলে ৬ চার ও ২ ছক্কায়। ৩৭ রান করেন ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল। মাত্র ১৯ বলে ১ চার ও ৩ ছক্কায়। বরিশালের বিপক্ষে ২০ বলে ৪১ রান করেছিলেন হাওয়েল। ১৬২ রানের টার্গেটে খেলতে নেমে মাহমুদুল্লাহ বাহিনীর ইনিংস থেমে যায় ১৩১ রানে। ঢাকার পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বিপিএলে টানা দুই ম্যাচে দুটি হাফসেঞ্চুরির ইনিংস খেলেন বাঁ হাতি ওপেনার। খুলনার বিপক্ষে ৫০ রান করেছিলেন।

সর্বশেষ খবর