বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

চেনা মাঠে রোনালদোর প্রতিপক্ষ অ্যাটলেটিকো

ক্রীড়া ডেস্ক

চেনা মাঠে রোনালদোর প্রতিপক্ষ অ্যাটলেটিকো

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রিয় প্রতিপক্ষগুলোর মধ্যে অ্যাটলেটিকোর নাম ওপরের দিকে। রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের জার্সিতে এই দলের বিপক্ষে ৩১ ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে ২৫টি গোল করার পাশাপাশি ৯টি এসিস্টও করেছেন রোনালদো। হ্যাটট্রিক করেছেন চারটি। এই প্রিয় দলেরই মুখোমুখি হচ্ছেন তিনি। এবার ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে। আজ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে অ্যাটলেটিকোর মাঠে খেলতে নামছে ম্যানইউ। স্পেনের মাটিতে ম্যানচেস্টার ইউনাইটেড শেষবার জয় পেয়েছে ২০০২ সালে। সেবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দিপোর্তিভো লা করোনাকে স্পেনের মাটিতে ২-০ গোলে হারিয়েছিল ম্যানইউ। গোল করেছিলেন ডেভিড বেকহাম ও রুড ফন নিস্তলরয়। এরপরই ইতিহাস বদলে যায়। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে গত সাত ম্যাচে জয় কেবল ওই একটাই। বাকি ছয় ম্যাচের ২টিতে হেরেছে ম্যানইউ। ড্র করেছে চারটিতে। ম্যানইউর স্প্যানিশ ভীতি কাটবে এবার? অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে একবারই খেলেছে ম্যানইউ। ১৯৯১-৯২ সালের কাপ উইনারস কাপে। সেবার দুই লেগের লড়াইয়ে অ্যাটলেটিকো জিতেছিল ৪-১ ব্যবধানে। ম্যানইউর সামনে আজ একটা মাইলফলক অপেক্ষা করছে। ইতিহাসের চতুর্থ ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে (ইউরোপিয়ান কাপসহ) ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারে তারা।

সর্বশেষ খবর