বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

মালদ্বীপ যাবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

মার্চে ফিফা উইন্ডো ম্যাচ খেলবে বাংলাদেশ। জাতীয় দলের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানান, ‘প্রীতি ম্যাচ খেলতে আমরা বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা করি। ব্যস্ত শিডিউল থাকায় অনেকে অপরাগত প্রকাশ করে। তবে মালদ্বীপ ও মঙ্গোলিয়া রাজি হয়েছে।’ ২৪ মার্চ মালেতে মালদ্বীপের বিপক্ষে ফিফা টায়ার-১ ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৯ সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর