শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ফাইনালের পথে লিভারপুল

ক্রীড়া ডেস্ক

ফাইনালের পথে লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এবারও অল ইংলিশ ফাইনাল হতে পারে। সেমিফাইনালে প্রথম দফায় লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড সিটি ও লিভারপুল জয় পেয়ে সেই সম্ভাবনা সৃষ্টি করেছে। ফিরতি লড়াইয়ে ড্র করলেই অল ইংলিশ ফাইনাল। আবার অল স্প্যানিশ ফাইনালের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। হোম ম্যাচে ম্যান সিটিকে হারালেই ফাইনালে খেলবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে নিজেদের মাঠে ভিয়ালকে ৩-০  গোলে লিভারপুলকে হারালে ট্রফি জয়ের ম্যাচে মুখোমুখি হবে। ভিয়াল নকআউট পর্বে জুভেন্টাস ও বায়ান মিউনিখকে হারিয়ে চমক দেখিয়েছে। ফাইনালে গেলে তা হবে আরও বড় চমক।

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানসিটির যে কোনো এক দল চ্যাম্পিয়ন হতে পারে। চ্যাম্পিয়ন্স লিগে দু’দল ড্র করলেই ইউরোপ সেরার লড়াইয়েও লড়বে। বুধবার রাতে ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়ন লিভারপুল ২-০ গোলে হারিয়েছে ভিয়ালকে। আনফিল্ডে সেমির প্রথম লেগে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা শুরু থেকেই প্রাধান্য বিস্তার করতে থাকে। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি। সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ৫৩ মিনিটে উৎসবে মেতে ওঠে লিভারপুল শিবির। ডান দিক দিয়ে শট নেন জর্ডান হেন্ডারসন। পেরভিস এন্ডুপিনারে বাড়িয়ে দেওয়া পাসে বল লেগে ভিয়ালের জালে জড়ায়। আত্মঘাতী গোলে এগিয়ে থাকার পর ৫৫ মিনিটে সালাহ্র পাসে গোল করেন সাদিও মানে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর