শুক্রবার, ২০ মে, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরার সামনে মোহনবাগান

উত্তেজনায় কাঁপছে কলকাতা

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরার সামনে মোহনবাগান

এএফসি কাপে এ টি কে মোহনবাগান ও বসুন্ধরা কিংসকে ফেবারিট বলা হচ্ছে। এ দুই দলের মধ্যে যে কেউ ডি গ্রুপ চ্যাম্পিয়ন হবে এটিই ধারণা ফুটবলপ্রেমীদের। অথচ শুরুতে হার মেনেছে স্বাগতিক মোহনবাগান। কেরালা গোকুলামের কাছে ৪-২ ব্যবধানে হেরে গেছে। অন্য দিকে বাংলাদেশের বসুন্ধরা কিংসের শুরুটা হয়েছে জয়ে। মালদ্বীপের মার্জিয়া স্পোর্টসকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে মোহানবাগানকে জিততেই হবে। বসুন্ধরা জয় ধরে রাখতে পারলে তাদের টার্গেট অনেকটা পরিষ্কার হয়ে যাবে। সল্ট লেক স্টেডিয়ামে আগামী কালই কলকাতা কাঁপানো ম্যাচে মোহানবাগান ও বসুন্ধরা মুখোমুখি হবে। কে জিতবে এ গুরুত্বপূর্ণ ম্যাচে। নাকি ড্র হবে। মালদ্বীপে দুই দলের প্রথম-লড়াইয়ে কেউ জেতেনি। ১-১ ড্র হয়। এ নিয়ে শুরু হয়ে গেছে উত্তেজনা।

মোহানবাগান যেহেতু হেরে গেছে। তাই পরবর্তী ম্যাচে জয় পেতে মরিয় হয়ে লড়বে। কিংস বিষয়টি ভালোভাবে জানে। প্রথম ম্যাচে মোহনবাগানের বেশ কজন ফুটবলার মাঠে নামেনি। সেই সুযোগটা কাজে লাগিয়েছে গোকুলাম। বিশেষ করে বাগানের পাহাড়দাররা ঠিক মতো ঘর সামলাতে পারেনি।

আগামীকাল এসব ত্রুটি চিহ্নিত করেই মাঠে নামবে স্বাগতিকরা। মোহানবাগানকে হারানোর সামর্থ্য অবশ্যই বসুন্ধরার আছে। তবে ভেবে চিন্তে সেরাটা দিতে হবে। অধিনায়ক রবসন রবিনহো দলের প্রাণ। মিগেল ফিগেইরা ও নুহা নিঃসন্দেহে উঁচুমানের ফুটবলার। তবে প্রথম ম্যাচে শুরুর দিক ছাড়া রবসন নিজেকে মেলে ধরতে পারেননি। মিগেল ও নুহাকে তো কোচ উঠিয়ে নেন। কোচ অস্কার ব্রুজোন নিশ্চয় কৌশল খাটাবে। প্রথম ম্যাচ হারুক, তবুও দলটা মোহানবাগান।

সর্বশেষ খবর