বুধবার, ২৫ মে, ২০২২ ০০:০০ টা
এএফসি কাপ-২০২২

হলো না স্বপ্নপূরণ কিংসের

হলো না স্বপ্নপূরণ কিংসের

‘ওদের (বসুন্ধরা কিংস) ১০ নম্বর প্লেয়ারটাই (রবসন রবিনহো) আমাদের হারিয়ে দিল।’ ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে সোজাসাপ্টা স্বীকারোক্তি গোকুলাম কেরালার ইতালিয়ান কোচ ভিনসেনজো আলবার্তোর। রবসনই যে ম্যাচের ভাগ্য বদলে দিয়েছেন, কথাটা স্বীকার করেছেন অস্কার ব্রুজোনও। গতকাল এএফসি কাপ ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ২-১ গোলে গোকুলাম কেরালাকে হারিয়েছে বসুন্ধরা কিংস। রবসন রবিনহো ম্যাজিকে ম্যাচজুড়েই ছিল বসুন্ধরা কিংসের আধিপত্য। আই লিগের চ্যাম্পিয়ন দল গোকুলাম কেরালাকে হারিয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মিশন শেষ করল কিংস। প্রথম ম্যাচে ম্যাজিয়াকে ১-০, দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের কাছে ০-৪ গোলে হেরে যায়।

রবসন রবিনহো নিজে গোল করছেন। সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন। মাঝে মধ্যে ডিফেন্সেও সহযোগিতা করছেন। যুব ভারতী স্টেডিয়ামের সবুজ গালিচায় ব্রাজিলিয়ান ফুটবলার যেন প্রজাপতির মতোই উড়াউড়ি করলেন! ম্যাচের তৃতীয় মিনিটেই গোল পেতে পারতেন রবিনহো। ডি বক্সের ভিতর থেকে ডান পায়ে জোরাল শট নিয়েছিলেন। গোকুলাম কেরালার ডিফেন্ডার কর্নারের বিনিময়ে গোল বাঁচিয়েছিলেন। এরপর প্রথমার্ধ্বেই অন্তত তিনটা দুর্দান্ত শট নেন রবসন। অবশেষে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। ৩৬ মিনিটে সোহেলের পাসে বল পেয়ে অনেকটা সময় ড্রিবলিং করে ডি বক্সের ভিতরে প্রবেশ করেন রবসন। প্রতিপক্ষের তিনজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে ডান পায়ের জোরাল শটে বল জালে জড়ান। গোকুলাম কেরালার পাঁচজন ডিফেন্ডার ও গোলরক্ষক মিলেও গোল বাঁচাতে পারেননি। প্রথমার্ধ্ব শেষ হওয়ার আগে রবসন আরও একটা গোলের সুযোগ তৈরি করেন। তবে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় কিংস। দ্বিতীয়ার্ধ্বেও নিজেদের আধিপত্য ধরে রাখে অস্কারের শিষ্যরা। ৫৪ মিনিটে নুহা মারঙের মাথা নিচু করা হেডে দ্বিতীয় গোল পায় বসুন্ধরা কিংস। রবসন রবিনহো ডি বক্সের বাম দিক থেকে ছোট ডি বক্সে বল তুলে দিলে হেড করেন এ গাম্বিয়ান ফুটবলার। প্রতিপক্ষের গোলরক্ষকের কাছে কোনো সুযোগই ছিল না গোল বাঁচাবার। ৭৫ মিনিটে গোকুলাম কেরালার জর্ডেইন ফ্লেচার একটা গোল করে ব্যবধান কমালেও দলের পরাজয় রুখতে পারেননি।

রবসন রবিনহো নিজে গোল করছেন। সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন। মাঝে মধ্যে ডিফেন্সেও সহযোগিতা করছেন। যুব ভারতী স্টেডিয়ামের সবুজ গালিচায় ব্রাজিলিয়ান ফুটবলার যেন প্রজাপতির মতোই উড়াউড়ি করলেন!
সল্টলেকে আইলিগ চ্যাম্পিয়ন গোকুলামের বিপক্ষে স্মরণীয় জয় পেলেও বসুন্ধরা কিংসের স্বপ্ন পূরণ হলো না। কেননা এএফসি কাপে পরবর্তী রাউন্ডে যেতে হলে ম্যাজিয়ার কাছে পয়েন্ট হারাতে হতো এটিকে মোহনবাগানের। ম্যাজিয়া পাত্তাই পায়নি। ৫-২ গোলে হেরে

যায়। বসুন্ধরা ও মোহনবাগানের সমান ৬ পয়েন্ট হলেও হেড টু হেডের সুবাদে মোহনবাগান ইন্টারজোনাল সেমিফাইনালে জায়গা করে নেয়।

 

ম্যাচটা আমার হার্টবিট বাড়িয়ে দিয়েছিল

অস্কার ব্রুজোন, কোচ বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংস গোকুলাম কেরালাকে ২-১ গোলে হারিয়েছে। বাংলাদেশের চ্যাম্পিয়নরা খেলেছেও দুর্দান্ত। কিন্তু ম্যাচজুড়ে মোটেও শান্তিতে ছিলেন না অস্কার ব্রুজোন। তিনি বলেন, ‘আমি সারাক্ষণই বেশ টেনশনে ছিলাম। আমার দলের ফুটবলারদের ওপর আস্থা ছিল। কিন্তু টেনশনটা কমছিল না।’

 

একাই পার্থক্য গড়ে দিয়েছেন রবসন

ভিনসেনজো, কোচ গোকুলাম কেরালা

বসুন্ধরা কিংসের কাছে হেরে এএফসি কাপ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ ভারতের দল গোকুলাম কেরালা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ দলের ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহোর প্রশংসায় পঞ্চমুখ তিনি। বললেন, ‘বসুন্ধরা কিংসের ১০ নম্বর প্লেয়ার অসাধারণ খেলে।’

সেই তো ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।’ তার মতো প্লেয়ার নিজ দলে না থাকায় আক্ষেপই করলেন ভিনসেনজো। আশা করেন, তার দল গোকুলাম কেরালাও সামনে ভালো মানের ফুটবলার নিয়ে আসবে। হারলেও নিজের শিষ্যদের প্রশংসা করেছেন ভিনসেনজো।

সর্বশেষ খবর