রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশের সঙ্গে খেলতে চায় ইরাক-মালয়েশিয়া

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় দল ব্যর্থতার বৃত্তেই বন্দি। তবে এশিয়ার অপেক্ষাকৃত দুই শক্তিশালী দেশ ইরাক ও মালয়েশিয়া লাল-সবুজ দলের বিপক্ষে খেলতে চায়। নিয়ম অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে খেলতে চাইলে তা লিখিতভাবে বাফুফেই জানানোর কথা। কিন্তু দুই দেশ আগ্রহ প্রকাশ করেছে যুব ও ক্রীড়ামন্ত্রণালয়ের কাছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দুটি দেশই জানিয়েছে তারা বাংলাদেশের বিপক্ষে খেলতে মুখিয়ে আছে। এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ক্রীড়া মন্ত্রণালয় বিষয়টি আমাদের কাছে জানিয়েছে। ইরাক ও মালয়েশিয়ার বিপক্ষে খেলার সুযোগ হাতছাড়া করতে চাই না। কিন্তু তারা নিজেদের দেশ না বাংলাদেশে খেলতে চায় তা পরিস্কার করেনি। এক্ষেত্রে বাফুফের সঙ্গে দুই দেশের আলোচনা করতে হবে। যেখানে খেলা হোক তাতে দেখাশোনা করবে বাফুফে। যেহেতু ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আগ্রহ প্রকাশ করেছে তখন তাদেরই দুদেশের ফেডারেশনের কাছে জানতে হবে কখনো কোথায় খেলবে। বললে তো আর ম্যাচ হয়ে গেল তাতো নয়। উল্লেখ্য কিছু দিন আগেই কুয়ালালামপুরে এশিয়ান কাপ বাছাই পর্বে মালয়েশিয়ার বিপক্ষে খেলে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ইরাকের বিপক্ষে দীর্ঘ সময় ধরে খেলা হচ্ছে না।

সর্বশেষ খবর