শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

উয়েফা সুপার কাপ রিয়ালের

ক্রীড়া ডেস্ক

গত মৌসুমটা যেভাবে শেষ করেছিল ঠিক সেভাবেই নতুন মৌসুম শুরু করল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে যারা খেলেছিলেন বুধবার তাদের নিয়েই উয়েফা সুপার কাপ ফাইনালে ফ্রাঙ্কফুটের বিপক্ষে খেলে। চ্যাম্পিয়ন্স ও উয়েফা লিগ বিজয়ীদের শিরোপা লড়াই। যা প্রতি মৌসুমেই হয়ে থাকে। রিয়াল মাদ্রিদ ২-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়। এ জয়ে এক মৌসুমে সর্বোচ্চ ছয় শিরোপা জেতার পথে এক ধাপ এগিয়ে গেল আনচেলোক্তির দল। প্রথমার্ধে ডেভিড আনাবা ও দ্বিতীয়ার্ধে করিম বেনজেমা গোলগুলো করেন। বেনজেমা এখন ২২৪ গোল করে রিয়ালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর