রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

১০ মাস পর হকিতে ফিরছেন মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান গেমসের হকিতে বাংলাদেশের নারী দল খেলতে পারেনি। এত বড় সুযোগ হাত ছাড়া করায় মেয়েদের আফসোসের শেষ ছিল না। কবে হাতে স্ট্রিক নিয়ে টার্ফে ফিরবে তার নিশ্চয়তা ছিল না। যাক কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে নারী শিবিরে। অনেক দিন পর হকি খেলতে নামছে তারা। আগামীকাল থেকে মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে চার দলীয় ওয়ালটন ডেভেলপমেন্ট হকি টুর্নামেন্ট। বাহফে লাল, বাহফে সবুজ, বাহফে নীল ও বাহফে হলুদ দল নামকরণে টুর্নামেন্ট চলবে।

ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ জানালেন, ‘প্রায় ১০ মাস পর মেয়েরা হকিতে ফিরছেন। এটা নিঃসন্দেহে আনন্দের সংবাদ। আমাদের ইচ্ছা রয়েছে মেয়েদের নিয়ে হকি লিগ আয়োজনের।

পৃষ্ঠপোষকতা পেলে অবশ্যই আমরা তা বাস্তবায়ন করব। ডেভেলপমেন্ট হকি আয়োজনে নারীদের পারফরম্যান্স ও দক্ষতা যাচাই করা হবে। সামনে কাজাকস্তানে নারী হকির এএইচএফ কাপ হবে। বাংলাদেশ আসরে অংশ নেবে। ডেভেলপমেন্ট হকি দেখে আমরা খেলোয়াড় বাছাই করব। এদের নিয়েই এএইচএফ কাপের ক্যাম্প চলবে। অনুশীলনে যোগ্যদের নিয়ে চূড়ান্ত দল গঠন করা হবে।

সর্বশেষ খবর