বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

‘এ’ গ্রুপের রোমাঞ্চ আজ

ক্রীড়া প্রতিবেদক

‘এ’ গ্রুপের রোমাঞ্চ আজ

‘এ’ গ্রুপের একমাত্র অপরাজিত দল নেদারল্যান্ডস। স্কট এডওয়ার্ডসের ডাচ বাহিনী টানা দুই ম্যাচ জিতে গ্রুপের একমাত্র অপরাজিত দল। পয়েন্ট টেবিলেরও শীর্ষে। তারপরও ২২ অক্টোবর শুরু টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত নয় দলটির। ‘এ’ গ্রুপ থেকে সুপার টুয়েলভ খেলার লড়াইয়ে রয়েছে বর্তমান এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও নামিবিয়াও। শেষ দুই দল যদি আজ জয় পায় ম্যাচে, তাহলে রান রেটের বিবেচনায় বাদ পড়ে যেতে পারে নেদারল্যান্ডস।

অস্ট্রেলিয়ার বন্দরনগরী জিলংয়ে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। স্নায়ুচাপের ম্যাচটি দুই দলের জন্য মহাগুরুত্বপূর্ণ। যদি ইউরোপীয় দেশ নেদারল্যান্ডস জিতে যায়, তাহলে সুপার টুয়েলভ খেলবে। বিপরীতে হেরে গেলে প্রথম পর্ব থেকেই বিদায় নেবে সাবেক টি-২০ বিশ্বচাম্পিয়নরা। ডাচ বাহিনী প্রথম রাউন্ডে প্রথম দুই ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে এবং নামিবিয়াকেও একই ব্যবধানে হারায়। পক্ষান্তরে দ্বীপরাষ্ট্র প্রথম ম্যাচে ৫৫ রানে হেরে যায় নামিবিয়ার কাছে। আরব আমিরাতকে ৭৯ রানের পর্বতসমান ব্যবধানে হারিয়ে ফিরে আসে লড়াইয়ে। নেদারল্যান্ডসের বিপক্ষে আজ ফেবারিট হয়ে খেলবেন দাসুন শানাকা, পিথুম নিশাঙ্কারা। দুই দল আগে যে দুটি ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে, ফলাফল বড্ড একপেশে। ২০১৪ সালে ডাচদের ৩৯ রানে অলআউট করে ৯ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা। গত টি-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের ৪৪ রান টপকে যায় দ্বীপরাষ্ট্র ৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে। স্নায়ুচাপের ম্যাচ হলেও এডওয়ার্ডস বাহিনী যথেষ্ট আত্মবিশ্বাসী। তারা সেরাটা খেলে সুপার টুয়েলভে খেলতে চায়। শানাকা বাহিনীও চাইছে সুপার টুয়েলভ খেলতে। প্রথম রাউন্ড থেকেই ফিরতে চাইছে না।

দ্বিতীয় ম্যাচে আফ্রিকান প্রতিনিধি নামিবিয়ার প্রতিপক্ষ এশিয়ান প্রতিনিধি সংযুক্ত আরব আমিরাত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর