বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

২০০ টাকায় বিপিএলের টিকিট

ক্রীড়া প্রতিবেদক 

২০০ টাকায় বিপিএলের টিকিট

আজ থেকে টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও এসবিএনসির গেট-১ সংলগ্ন টিকিট বুথে। টিকিট মিলবে সকাল ৯.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত।

শুক্রবার শুরু হচ্ছে বিপিএল। নবম আসরে এবার অংশ নিচ্ছে ৭ দল। টুর্নামেন্টের ফাইনাল ১৬ ফেব্রুয়ারি। গতকাল বিপিএলের প্রতি দিনের ম্যাচের টিকিটের মূল্য ঘোষণা করেছে বিসিবি। টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা । এক দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। টিকিট বিক্রয় শুরু হবে আজ। টিকিট বিক্রয় হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন বুথে। ভিআইপি স্ট্যান্ডের টিকিট ১০০০ টাকা। শহীদ জুয়েল ও শহীদ মুস্তাক ক্লাব হাউসের টিকিটের মূল্য ৫০০ টাকা। ছাউনিযুক্ত নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০ টাকা এবং খোলা আকাশের নিচে পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা। প্রতিটি ম্যাচের আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট বিক্রয় করা হবে।

সর্বশেষ খবর