শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশ-নেপাল মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

নেপালের মাটিতে নেপালকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী জাতীয় দল। এবার ঘরের মাঠে বাংলাদেশের সামনে সেই নেপাল। তবে জাতীয় দলের লড়াই নয়, অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে দুই দেশের মেয়েরা মুখোমুখি হবে। সন্ধ্যা ৭টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এর আগে বিকাল ৩টায় ভারত ও ভুটান লড়বে। ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ পরবর্তী ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। লিগভিত্তিক ম্যাচের শীর্ষ দুই দল ৯ ফেব্রুয়ারি ফাইনাল খেলবে।

বাংলাদেশ, ভারত ও নেপালের শিরোপা জেতার সামর্থ্য রয়েছে। ভুটানও চ্যাম্পিয়ন হতে চায়। সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ব্যর্থ হলেও অনূর্ধ্ব-২০ আসরের শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে। অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে খেলা অধিকাংশ খেলোয়াড়ই এ টুর্নামেন্ট খেলবে। নেপালেরও চোখ শিরোপায়। কোচ গোলাম রব্বানি ছোটন বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ বরাবরই ফেভারিট। আমাদের ভাবনায় শুধুই শিরোপা। তবে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’ অধিনায়ক সামসুন্নাহার বলেন, ‘যেকোনো টুর্নামেন্টে প্রথম ম্যাচই গুরুত্বপূর্ণ। তাছাড়া নেপাল শক্তিশালী। শুরুতে জয় খুবই জরুরি। এতে পরের ম্যাচে ভালো খেলতে অনুপ্রেরণা জোগাবে। আমি বলব বাংলাদেশের কাছে সব ম্যাচই ফাইনাল।’

সর্বশেষ খবর