মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সাকিব মোহামেডানে লিটন আবাহনীর

ক্রিকেটে দলবদল

ক্রীড়া প্রতিবেদক

সাকিব মোহামেডানে লিটন আবাহনীর

বিপিএল শেষ। চ্যম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তার রেশ রয়ে গেছে এখনো। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সর্বশেষ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ক্লাবগুলো প্রস্তুতি নিচ্ছে ডিপিএল খেলার। সাকিব, তামিম, লিটন, মুস্তাফিজরা এখন প্রস্তুতি নিচ্ছেন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের জন্য। জাতীয় দলের ক্রিকেটাররা যখন ব্যস্ত থাকবেন আন্তর্জাতিক সিরিজ নিয়ে, তখন স্থানীয় ক্রিকেটাররা আড়ালে থেকে খেলতে থাকবেন এক সময়কার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ঢাকা প্রিমিয়ার ক্রিকেট। বিসিবি ইতোমধ্যে ডিডিএল শুরুর তারিখ ঘোষণা করেছে। ১৫ মার্চ শুরু হবে ১২ দলের প্রিমিয়ার ক্রিকেট। দল-বদল ১ ও ২ মার্চ। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা থাকবে বলে ভেন্যু সংকটে পড়বে প্রিমিয়ার ক্রিকেট। বরাবরের মতোই খেলাগুলো হবে বিকেএসপির দুটি মাঠ এবং নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে। লিগে প্রতিটি দলে একজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবেন। যত খুশি বিদেশি ক্রিকেটারকে নিবন্ধন করাতে পারবেন। প্রিমিয়ার ক্রিকেটকে সামনে রেখে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল, আবাহনী, মোহামেডান দল গোছানো শুরু করেছে। আবাহনী সবার আগে দল গুছিয়ে নিয়েছে।

দলগুলো জাতীয় দলের ক্রিকেটারদের নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে। যদিও ইংল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডে, ৩টি টি-২০, আয়ারল্যান্ডের বিপক্ষে এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের জন্য ক্লাবগুলো জাতীয় দলের ক্রিকেটারদের নিয়মিত পাবে না। ডিপিএলের সুপার লিগ শুরু হবে ঈদুল ফিতরের পর। তখন হয়তো জাতীয় দলের ক্রিকেটারদের ৩-৪টি ম্যাচে পেতে পারে দলগুলো। শিরোপা প্রত্যাশী শেখ জামাল, আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, লিজেন্ড অব রূপগঞ্জ দল গুছিয়ে নিয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন রূপগঞ্জে খেলার কথা নুরুল হাসান সোহান, মুশফিকুর রহিম, সৈকত আলি, তৌহিদ হৃদয়দের। আবাহনী দল গুছিয়েছে এক ঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে। এরই মধ্যে ১৬ ক্রিকেটারকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে দলটি নিজেদের অফিশিয়াল ফেসবুকে। দলটি নিয়েছে জাতীয় দলের ড্যাসিং ওপেনার লিটন দাসকে। প্রিমিয়ার ক্রিকেটের চলতি মৌসুমের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত ক্রিকেটার। লিটন ছাড়াও আবাহনী নিয়েছে বিপিএলে সদ্য সমাপ্ত আসরে ৫১৬ রান করা নাজমুল হোসেন শান্ত, দুরন্ত গতির ফাস্ট বোলার তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, জাকের আলি অনিক, মুনিম শাহরিয়ার, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম ও রিপন মন্ডলকে। তাসকিন গত মৌসুমে খেলেছিলেন মোহামেডানে। এছাড়া প্রাইম ব্যাংক থেকে এনামুল হক বিজয়কেও নিয়েছে। নিয়েছে রাকিবুল হাসান, রিপন ম-লকে। এক সময় শোনা গিয়েছিল মোহামেডান ছেড়ে আবাহনীতে খেলবেন সাকিব। তবে শেষ খবর ঐতিহ্যবাহী দলটিতে খেলবেন সাকিব ছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েশ, মুস্তাফিজুর রহমানের কথা শোনা যাচ্ছে।

সর্বশেষ খবর