আগের মতো উত্তাপ না ছড়ালেও এখনো যে কোনো খেলায় মোহামেডান-আবাহনী ম্যাচের গুরুত্বই আলাদা। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি লিগে মুখোমুখি হয় দেশের জনপ্রিয় দুই দল। আবাহনী সুবিধাজনক অবস্থানে থেকে মাঠে নেমেছিল। ৮ ম্যাচে আটটি জয় পেয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে। মোহামেডানকে হারাতে পারলে শিরোপার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যেত। তা আর হয়নি। ১-১ গোলের ড্রতে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। ৯ ম্যাচে আবাহনী ২৫ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে মোহামেডানের সংগ্রহ ২০ পয়েন্ট। শক্তির তুলনায় আবাহনী ছিল এগিয়ে। কিন্তু প্রতিপক্ষ মোহামেডান বলেই আগের মতো দাপট ধরে রাখতে পারেনি। বরং মোহামেডান যে সুযোগ পেয়েছিল তাতে জেতা উচিত ছিল। প্রথম কোয়ার্টারের চার মিনিটে গোল করে এগিয়ে যায় আবাহনী। মোহামেডানের রক্ষণভাগের ভুলে রাকিবুল হাসান গোল করেন। দ্বিতীয় কোয়ার্টারে আর গোল না হলেও ৩২ মিনিটে ম্যাচে সমতায় ফেরে মোহামেডান। পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে দলে স্বস্তি ফেরান আমিরুল ইসলাম। দুই দলই লিগে অপরাজিত থাকল। দিনের আরেক ম্যাচে সোহানুর রহমান সোহানের হ্যাটট্রিকে মেরিনার্স ৯-১ গোলে বাংলাদেশ স্পোর্টিংকে পরাজিত করে। আবাহনী-মোহামেডান ম্যাচ শুরু হওয়ার আগে হকি ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ ইউসুফের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। গতকাল সকালে চট্টগ্রামের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই ক্রীড়া সংগঠক।
শিরোনাম
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
মোহামেডান-আবাহনীর পয়েন্ট ভাগাভাগি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর