১৪ বার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল। অথচ সেই প্যারিসেই কিনা অলিম্পিকে একক ইভেন্টে তাকে থামতে হলো দ্বিতীয় রাউন্ডে। নোভাক জোকোভিচের কাছে হেরে স্বপ্ন থেমেছে নাদালের। ড্রয়ের পর থেকেই দুই টেনিস কিংবদন্তিকে নিয়ে আলোচনার শেষ ছিল না। যদিও গতকাল সহজে জিতেছেন ২৪ বারের গ্র্যান্ডস্লামজয়ী জোকোভিচ। সরাসরি সেটে নাদালকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন এই সার্বিয়ান তারকা। দ্বিতীয় রাউন্ডে জোকোভিচের জয় ৬-১ ও ৬-৪ গেমে। প্রথম সেট ৬-১ ব্যবধান জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটেও ৪-০ ব্যবধানে এগিয়ে ছিলেন জোকোভিচ।