সাকিব আল হাসানকে কি পাকিস্তান সফরে দেখা যাবে? দেশ সেরা অলরাউন্ডারকে নিয়ে কি পাকিস্তান সফরের টেস্ট স্কোয়াড ঘোষণা করবে বিসিবি? নানান গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল ক্রিকেটাঙ্গনে। অনেকে বলাবলি করছিল, বিভিন্ন সময়ে বিতর্কের জন্ম দেওয়া সাকিবকে বাইরে রেখে স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচক প্যানেল। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের জন্য গতকাল ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। রাখা হয়েছে সাকিবকে। শুধু সাবেক অধিনায়ক নন, ফিরেছেন শ্রীলঙ্কা সিরিজে না খেলা মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। ডান হাতি পেসার তাসকিন ফিরলেও তাকে রাখা হয়েছে করাচি টেস্টের জন্য। তার আগে দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলে গতি তারকা নিজেকে টেস্ট খেলার মতো ফিট করার সুযোগ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে থাকা শাহাদাত হোসেন দীপুকে বাদ দেওয়া হয়েছে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ দুই টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাবে চার দিন আগে আজ দুপুর ১২টায়। অবশ্য দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ ‘এ’ দল এখন ইসলামাবাদে। এ দলের হয়ে পাকিস্তানে অবস্থান করছেন মুশফিক, মুমিনুল হকরা। দলে নেওয়া হয়েছে ৫ পেসার - তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। চারজন স্পিনার রয়েছেন স্কোয়াডে - সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। নাজমুল বাহিনী সফরে প্রথম টেস্ট ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডি এবং দ্বিতীয় টেস্ট খেলবে ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর করাচিতে।
কানাডায় গ্লোবাল টি-২০ লিগ খেলার সময় এক দর্শককে বিরূপ মন্তব্য করে সমালোচিত হন সাকিব। সাবেক অধিনায়কের এমন মন্তব্যে বিব্রত হয়েছে বিসিবি। এরপর সাকিবের দলে থাকার বিষয়টি আলোচনায় উঠে আসে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে দলে রাখার বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আমরা এ সংস্করণের সেরা ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে চেয়েছি।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।