ইউএস ওপেনের নারী এককে দুরন্ত গতিতে শিরোপার দিকে ছুটছেন বেলারুশের মেয়ে অ্যারিনা সাবালেঙ্কা। কোয়ার্টার ফাইনালের বাধা পাড়ি দিয়ে তিনি পৌঁছে গেছেন সেমিফাইনালে। গতকাল শেষ আটের লড়াইয়ে সাবালেঙ্কা ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দেন চীনা মেয়ে কিনওয়েন ঝেঙকে। শেষ চারের লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের মেয়ে এমা নাভারোর। কোয়ার্টার ফাইনালে এমা স্পেনের পাওলা বাডোসাকে ৬-২, ৭-৫ গেমে হারিয়েছেন।
অ্যারিনা সাবালেঙ্কা ২০২৩ সালে ইউএস ওপেনের ফাইনাল খেলেছিলেন। সেবার তিনি যুক্তরাষ্ট্রের মেয়ে কোকো গফের কাছে হেরে যান। ২০২৩ ও ২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছেন সাবালেঙ্কা। তিনটি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ট্রফি এখনো অধরা। অবশ্য নারী দ্বৈতে তিনি জয় করেছেন ইউএস ওপেন। ২০১৯ সালে এলিস মার্টেনসকে সঙ্গে নিয়ে তিনি এই ট্রফি জয় করেন। এবার কি এককেও ইউএস ওপেন জিততে পারবেন! এদিকে পুরুষ এককে শীর্ষ দশ বাছাইয়ের সাতজনই বিদায় নিয়েছেন। বাকি আছেন কেবল শীর্ষ বাছাই জ্যানিক সিনার, পঞ্চম বাছাই ড্যানিল মেদভেদেভ ও দশম বাছাই অ্যালেক্স ডি মিনাউর। কোয়ার্টার ফাইনাল খেলে বিদায় নিয়েছেন নবম বাছাই বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ। তিনি হেরেছেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফোর কাছে। চতুর্থ বাছাই জার্মান তারকা আলেকজান্ডার জেভরভও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন। তাকে বিদায় করেছেন যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজ।সেমিফাইনালে টেইলর খেলবেন ফ্রান্সেস টিয়াফোর বিপক্ষে।