নোভাক জকোভিচ, রাফায়েল নাদালদের মতো পরিচিতি নেই জিনাক সিনারের। তারপরও ইতালির টেনিস তারকা বর্তমান সময়ের বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। বছরের শেষ গ্রান্ড স্ল্যাম টুর্নামেন্ট ইউএস ওপেনের শিরোপা জিতে বছরটা শেষ করেছেন সফলভাবে। এর আগে জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন। রবিবার রাতে নিউইয়র্কের ফ্ল্যাসিং মিডৌর আর্থার অ্যাশ সেন্টার কোর্টে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটসকে হারিয়ে ইউএস ওপেন জিতেছেন। চলতি বছর এটা তার দ্বিতীয় গ্রান্ড স্ল্যাম শিরোপা। ফাইনালে হারিয়েছেন ফ্রিটসকে ৬-৩, ৬-৪ ও ৭-৫ গেমে। বছরের প্রথম গ্রান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন তিনি। এরপর নিতম্বের ইনজুরিতে ভোগেন। চ্যাম্পিয়ন সিনার ট্রফি নেন আটবারের গ্রান্ড স্ল্যামজয়ী যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসির কাছ থেকে। চ্যাম্পিয়ন হয়ে ইতালিয়ান তারকা জিতেছেন ৩৬ লাখ ডলার প্রাইজমানি এবং রানার্সআপ ফ্রিটস জিতেছেন ১৮ লাখ ডলার। ফাইনালে স্বাগতিক ফ্রিটসকে সমর্থন জুগিয়েছেন ফ্ল্যাসিং মিডৌর আর্থার অ্যাশ সেন্টার কোর্টে উপস্থিত দর্শক। যেখানে ছিলেন আগাসি, রক তারকা বন জোভি, পপ তারকা মেগা সুইফট। কিন্তু কোনো কিছুকেই পাত্তা দেননি সিনারা। ট্রফি জিতে দুই হাত উঁচিয়ে চোখ বন্ধ করে আকাশের দিকে মাথা উঁচু করে কিছুক্ষণ থাকেন সিনার। এরপর রাশিয়ান বান্ধবী ও টেনিস তারকা আনা কালিনস্কেয়ারকে গভীর চুমু দেন। তিনি হতাশ করেন মার্কিন টেনিস ভক্তদের।
২০১২ সালে অ্যান্ডি রডিকের পর আর কোনো মার্কিন টেনিস তারকা পুরুষ বিভাগে ইউএস ওপেন জেতেননি। নারী একককে আশা জাগিয়েও অ্যারিনা সাবালেঙ্কার কাছে হেরে যান জেসিকা পেগুলার। চ্যাম্পিয়ন হয়ে সিনার বলেন, ‘আমার জন্য এ শিরোপা অনেক বড় কিছু। কারণ আমার ক্যারিয়ারের কিছু দিন খুব সহজ ছিল না। এ টুর্নামেন্টের আগের সময়টাও খুব ভালো ছিল না। কিন্তু এখানে এসে প্রতিটি ম্যাচের পর মনে হয়েছে, যেন আরও পোক্ত হয়েছি। আত্মবিশ্বাসও বেড়েছে দিন দিন।’