প্রথম টেস্টে মুলতানে লজ্জাজনক হারের পর ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। পরের দুই টেস্টে ইংলিশদের পাত্তাই দেয়নি তারা। স্পিন জাদুতে ইংলিশদের বাজবল ক্রিকেটকে মাটিতে মিশিয়ে ২-১ ব্যবধানে সিরিজটাও জিতে নিয়েছে। মুলতানের দ্বিতীয় টেস্টে ১৫২ রানে জয়ের পর রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে স্বাগতিকদের জয়ের ব্যবধান ৯ উইকেটের। এ যেন প্রথম টেস্টের লজ্জার কঠিন প্রতিশোধ। ছন্দে না থাকায় বাবর, শাহীনদের বাদ দিয়ে পাক শিবিরে যুক্ত হন পরপর দুই টেস্টের জয়ের নায়ক সাজিদ খান এবং নোমান আলি। তাদের স্পিন ঘূর্ণিতে ইংল্যান্ডের বিপক্ষে ৯ বছর পর সিরিজ জিতল পাকিস্তান। ২০১৫ সালে শেষ বার ইংলিশদের হারিয়েছিল তারা। দ্বিতীয় টেস্টের মতো এবারও জয়ের নায়ক সাজিদ-নোমান। দুই স্পিনার মিলে নেন ১৯ উইকেট। সাজিদ ১০টি এবং নোমান ৯টি। আগের টেস্টে সাজিদ এবং নোমান মিলে ইংল্যান্ডের ২০টি উইকেট নিয়েছিলেন। দুই টেস্টে দুজনে মিলে নেন ৩৯টি উইকেট। ৭২ রান ও ১৯ উইকেট নিয়ে সিরিজ সেরা সাজিদ খান। মুলতানে প্রথম টেস্টে যেখানে ইংলিশরা ৭ উইকেটে ৮২৩ রান, সেখানে পরে দুই টেস্টে ৪০ উইকেটে করে ৮১৪ রান। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ২৬৭ রান। জবাবে পাকিস্তানের ৩৪৪ রান। দলের চাপের সময় সাউদ শাকিলের ১৩৪ রানে ভর করে লিড নেয় পাকিস্তান। পান ক্যারিয়ারের চতুর্থ শতক। হন ম্যাচসেরা। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ১১২ রান। মাত্র ৩৬ রানের লক্ষ্য ছুঁয়ে সহজেই টেস্ট সিরিজ জিতে শান মাসুদরা।
শিরোনাম
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
- ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন
- যুদ্ধবিরতির পরেও ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩
- ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা: মাদুরো
- সাংবাদিক সুভাষ সিংহের ব্যাংক হিসাব অবরুদ্ধ
- টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন, আনন্দমুখর শিক্ষার নতুন দিগন্ত
- সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
- বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- গণভোটের ব্যালটে থাকছে যে প্রশ্ন
- ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত
- যাত্রাবাড়ীতে চুরির মিথ্যা অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যা
- ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন
- বগুড়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩