প্রথম টেস্টে মুলতানে লজ্জাজনক হারের পর ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। পরের দুই টেস্টে ইংলিশদের পাত্তাই দেয়নি তারা। স্পিন জাদুতে ইংলিশদের বাজবল ক্রিকেটকে মাটিতে মিশিয়ে ২-১ ব্যবধানে সিরিজটাও জিতে নিয়েছে। মুলতানের দ্বিতীয় টেস্টে ১৫২ রানে জয়ের পর রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে স্বাগতিকদের জয়ের ব্যবধান ৯ উইকেটের। এ যেন প্রথম টেস্টের লজ্জার কঠিন প্রতিশোধ। ছন্দে না থাকায় বাবর, শাহীনদের বাদ দিয়ে পাক শিবিরে যুক্ত হন পরপর দুই টেস্টের জয়ের নায়ক সাজিদ খান এবং নোমান আলি। তাদের স্পিন ঘূর্ণিতে ইংল্যান্ডের বিপক্ষে ৯ বছর পর সিরিজ জিতল পাকিস্তান। ২০১৫ সালে শেষ বার ইংলিশদের হারিয়েছিল তারা। দ্বিতীয় টেস্টের মতো এবারও জয়ের নায়ক সাজিদ-নোমান। দুই স্পিনার মিলে নেন ১৯ উইকেট। সাজিদ ১০টি এবং নোমান ৯টি। আগের টেস্টে সাজিদ এবং নোমান মিলে ইংল্যান্ডের ২০টি উইকেট নিয়েছিলেন। দুই টেস্টে দুজনে মিলে নেন ৩৯টি উইকেট। ৭২ রান ও ১৯ উইকেট নিয়ে সিরিজ সেরা সাজিদ খান। মুলতানে প্রথম টেস্টে যেখানে ইংলিশরা ৭ উইকেটে ৮২৩ রান, সেখানে পরে দুই টেস্টে ৪০ উইকেটে করে ৮১৪ রান। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ২৬৭ রান। জবাবে পাকিস্তানের ৩৪৪ রান। দলের চাপের সময় সাউদ শাকিলের ১৩৪ রানে ভর করে লিড নেয় পাকিস্তান। পান ক্যারিয়ারের চতুর্থ শতক। হন ম্যাচসেরা। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ১১২ রান। মাত্র ৩৬ রানের লক্ষ্য ছুঁয়ে সহজেই টেস্ট সিরিজ জিতে শান মাসুদরা।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
সাজিদ-নোমান ভেলকিতে পাকিস্তানের সিরিজ জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর